Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ঝালকাঠিতে দুই শতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ২:৪০ পিএম

ঝালকাঠিতে দুই শতাধিক ঈদগাহ ময়দান ও মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এজন্য সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঈদের প্রথম ও প্রধান জামাত সকাল ৮টায এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮ টায় ঝালকাঠি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের খতিব মুফতি মাওলানা রফিকুল ইসলাম এতে ইমামতি করবেন। জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, এম এম মাহামুদ হাসান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ এখানে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়াও জেলার সর্ববৃহত ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় হযরত আযীযুর রহমান কায়েদ ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত এন এস কামিল মাদ্রাসা ময়দানে। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ জামাত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ