Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদ আনন্দের ইত্যাদি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জুন, ২০১৯, ১২:০৫ এএম

ঈদের অনুষ্ঠানের সবচেয়ে বড় বিনোদনের উৎস ঈদের ইত্যাদি। দর্শক টুকিয়ে টুকিয়ে বহু অনুষ্ঠান দেখে দর্শক যে আনন্দ পান বা আনন্দের খোঁজে টিভির রিমোট টিপতে থাকেন, তারা ঈদ অনুষ্ঠান থেকে যে বিনোদন পেতে চান এক ইত্যাদি থেকেই সব পেয়ে যাবেন। বহুমুখী আনন্দ নিয়ে ইত্যাদি সবসময়ই দর্শকের সামনে হাজির হয়। প্রতিবারের মত এবারও ঈদে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার হবে আনন্দ-বিনোদন এবং বিবেকে টনক নাড়িয়ে দেয়া হানিফ সংকেতের ইত্যাদি। ঈদের পর দিন রাত ১০টা ২০ মিনিটে প্রচার হবে। বরাবরের মত এবারও ঈদের ইত্যাদি শুরু করা হয়েছে-‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ এই গানটি দিয়ে। নৃত্যে-ছন্দে-আনন্দে চিরচেনা এই গানটি পরিবেশন করবেন সুখ্যাত নৃত্য জুটি শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা। তাদের সঙ্গে রয়েছে নৃত্যাঞ্চলের শতাধিক নৃত্য শিল্পী। দেশাত্মবোধক গান গেয়েছেন এ্যান্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ ও শফি মন্ডল। গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যান। গানটির চিত্রায়নে শিল্পীদের সঙ্গে অংশ নিয়েছে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর শতাধিক শিক্ষার্থী। রয়েছে ছন্দে-সুরে একটি ব্যতিক্রমী আড্ডা। অংশগ্রহণ করেছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, চঞ্চল চৌধুরী, মম ও ঈশিতা। সঙ্গীতায়োজন করেছেন নাভিদ পারভেজ। রয়েছে চিত্রনায়ক ফেরদৌস, পূর্ণিমা, সিয়াম এবং পূজার সম্মিলিত নৃত্য পরিবেশনা। গানটিতে সঙ্গীত পরিচালনা করেছেন মেহেদী। নৃত্য পরিচালনায় মামুন। ঈদের জন্য ইত্যাদির ভিন্নরকম উদ্ভাবন মিউজিক্যাল ড্রামা। প্রতি ঈদে এই পর্বে যুক্ত হয় নিত্য-নুতন সব বিষয়। এবারের মিউজিক্যাল ড্রামার বিষয়বস্তু কী দেখার জন্য ঈদ ইত্যাদি প্রচার পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এতে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয় তারকা-ঈমন, নিরব, সাঈদ বাবু, নিপুন, সারিকা এবং এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ ও নাভিদ পারভেজ। ব্যতিক্রমী উপস্থাপনায় আরব্য উপন্যাসের একটি গল্পের আদলে তৈরী করা হয়েছে এবারের দলীয় সঙ্গীত। এবার এই পর্বে অংশগ্রহণ করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির, আনিসুর রহমান মিলন ও নাদিয়া। তার সঙ্গে অংশগ্রহণ করেছেন ইত্যাদির নিয়মিত নৃত্যশিল্পীরা। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী। এবারের বিদেশি পর্বে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় অর্ধ শতাধিক বিদেশি নাগরিক অংশগ্রহণ করেছেন। নাচ-গান ও গ্রামীণ জীবনের বিভিন্ন সমস্যা নিয়ে তারা অভিনয় করেছেন। দর্শকের হাতে সময়কে ঘিরে একটি করে ব্যতিক্রমী উপকরণ দিয়ে সেখান থেকে বাছাই করা হয়েছে দর্শক পর্বের জন্য ৪ জন দর্শক। এই পর্বে দর্শকদের সঙ্গে অংশগ্রহণ করেছেন অভিনেতা অপূর্ব ও মিথিলা। অভিনেতা-অভিনেত্রী না হয়েও নির্বাচিত দর্শকরা তাৎক্ষণিকভাবে অপূর্ব ও মিথিলার সঙ্গে চমৎকার অভিনয় করেছে। ভাগ্নের গোমর ফাঁস করে দিয়েছেন মামা কিন্তু কিভাবে? আর নাতি এবার নানীর উপর বেশ উত্তেজিত কিন্তু কি কারণে? এসবই জানা যাবে ইত্যাদি প্রচার হলে। এছাড়া ঈদকে ঘিরে ডজনখানেক বিদ্রæপাত্মক রসালো নাট্যাংশ রয়েছে এবারের পর্বে। লাইফ না লাইভ? ভান করার ফান, ডিজিটাল ভিক্ষুক, ফাইল পেতে মাইকিং, অ্যাপসে আপস, টি শার্টে আর্ট, অদৃশ্য হয়ে যাবার দৃশ্যমান প্রতিক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে আরো কয়েকটি নাট্যাংশ রয়েছে। ইত্যাদির শিল্প নিদের্শনা করেছেন যথারীতি মুকিমূল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন রানা সরকার ও মামুন মোহাম্মদ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্মেটিকস্ লিমিটেড।



 

Show all comments
  • Shahriar Utsho ৪ জুন, ২০১৯, ১:৫১ এএম says : 0
    কবে হবে?
    Total Reply(0) Reply
  • মোঃ নাজমুল ইসলাম ৪ জুন, ২০১৯, ১:৫২ এএম says : 0
    ঈদ এলে আমাদের চারিপাশ আনন্দ-উৎসবে ভাসে। আর ঈদ আনন্দের সাথে প্রতি ঈদেই দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসে ঈদের বিশেষ ইত্যাদি। তাই প্রতি ঈদেই দর্শকরা অধির আগ্রহে অপেক্ষা করেন ইত্যাদির বিশেষ ঈদ পর্ব দেখার জন্য।
    Total Reply(0) Reply
  • সৈকত ফকির ৪ জুন, ২০১৯, ১:৫২ এএম says : 0
    প্রতি ঈদেই ইত্যাদিতে বিষয় ভাবনার নতুনত্ব ও গভীরতা দর্শকদের দেয় আনন্দের ভিন্ন মাত্রা।
    Total Reply(0) Reply
  • তানিম আশরাফ ৪ জুন, ২০১৯, ১:৫৩ এএম says : 0
    ইত্যাদির জন্য শুভ কামনা রইলো।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঈদ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ