Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয় দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা: ফেসবুকে টাইগার বন্দনা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুন, ২০১৯, ১২:৩০ পিএম

ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে নেমে ইতিহাস গড়ল টাইগাররা। ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ৩৩০ রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে বিশ্বকাপের ১২তম আসর শুরু করল মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি। এখন জয়ের খুশিতে ভাসছে পুরো দেশ। আর চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ এবং সাকিব ও সৌম্যদের সরব বন্দনা। জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ায় অনেকেই আবেগপ্রবণ হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। একইসঙ্গে ধন্যবাদ জানিয়েছেন সাকিব, সৌম্য ও মোসাদ্দেকদের। সাধারণ মানুষের পাশাপাশি খুশির জোয়ারে ভাসছেন বিনোদন জগতের তারকারাও।

টাইগারদের এই রোমাঞ্চকর জয়ে অভিনন্দন জানিয়ে বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও গবেষক মেহেদী হাসান পলাশ লিখেছেন, ‘‘বিশ্ব কাপে জয় দিয়ে শুরু স্বপ্নের মত। কিন্তু ক্লোজ ম্যাচ জিততে গেলে ভালো ফিল্ডিং এর প্রয়োজন। অভিনন্দন।’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাশেদা রওনক খান টাইগারদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘‘যারা কাল থেকে এশিয়ার সেরা বলে বলে হয়রান হয়ে গলা শুকিয়ে ফেলেছেন, তাদের বলছি, পৃথিবী নিয়ে ভাবুন! সময় এখন বাংলাদেশের! কে জানে, চাইলে পৃথিবীকেও তাক লাগাতে পারে বাঙালি!’’

‘‘ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ পরাশক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। অভিনন্দন বাংলাদেশ’’ লিখেছেন ফেসবুক ব্যবহারকারী আব্দুস সামাদ সোহাগ।

ফেসবুকে ইবি শিক্ষার্থী মামুন লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ টিম টাইগার্সকে অসাধারণ একটি জয় উপহার দেয়ার জন্য।’’

টাইগারদের একটু ভিন্নভাবেই বন্দন করেছেন মাইনুল ইসলাম শোভন। লিখেছেন, ‘‘দক্ষিণ আফ্রিকার মোটা মোটা মহিলাগুলো ভেবেছিলো গ্যালারীজুড়ে অশালীন নাচ দিতে দিতে আমাদের খেলা ভুলিয়ে রাখবে। কিন্তু মনে রেখো, তোমাদের মতো বেগানাদের দিকে মোস্তাফিজরা তাকায়ও্ না। ম্যাশরা মাঠের খেলাটাই খেলে। ’’

আশেক উল্লাহ ফেসবুকে লিখেছেন, ‘‘আলহামদুলিল্লাহ, প্রত্যাশার চেয়েও বেশী দিয়েছে আমাদের ক্রিকেট দল। অফুরান অভিনন্দন ও শুভ কামনা রইলো।’’

এদিকে ঈদের মাত্র কয়েকদিন আগে বাংলাদেশের এমন জয় যেন ঈদের খুশি বাড়িয়ে দিয়েছে। টাইগারদের বিজয়ে মিজানুর রহমান লিখেছেন, ‘‘২১ রানে দক্ষিন আফ্রিকা বধ করে জয় দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু। অভিনন্দন। আমার ঈদের আমেজ শুরু হয়ে গেছে।’’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ