গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে শিশুদের মুখে একটু হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু হেমাটোলজি এ্যান্ড অনকোলজি বিভাগে ভর্তিকৃত শিশুদের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কনক কান্তি বড়–য়া। ক্যান্সার মিশন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মহতী অনুষ্ঠান শনিবার (১ জুন) শিশুদের মাঝে চকলেট বক্স ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিশু অনুষদের ডীন প্রফেসর ডা. চৌধুরী ইয়াকুব জামাল, নার্সিং অনুষদের ডীন ও ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. মনিরুজ্জামান খান, শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. আনোয়ারুল করিম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহাবুবুল হক, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ও ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক প্রমুখ। ভিসি ডা. কনক কান্তি বড়–য়া তাঁর বক্তব্যে ক্যান্সার নির্ণয়ের উপর গুরুত্বারোপ করেন। কারণ শিশুদের ক্যান্সার শুরুতেই নির্ণয় করা গেলে চিকিৎসার মাধ্যমে তা নিরাময় সম্ভব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।