বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শুক্রবার রাতে ৬ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। চাঁদপুর লঞ্চ টার্মিনালে স্বর্ণদ্বীপ-৭ লঞ্চের ছাদে হৃদয় নামে এক যুবককে একা পেয়ে ছিনতাইকারী চক্র হাত-পা বেঁধে মারধর করে। তার কাছ থেকে দুটি মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে। এ সময় যাত্রীরা ছিনতাইকারীদের ধরে পুলিশে খবর দেয়।
শনিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে চাঁদপুর মডেল থানার ওসি(তদন্ত) মোহাম্মদ হারুনুর রশিদ এসব কথা জানান। আটক ছিনতাইকারীরা হলো কাওসার মোল্লা(২০), সোহেল রানা (১৮), নোমান (১৮), কুদ্দুস (১৮), ফারুক হোসেন প্রধানিয়া (২৬) এবং মোস্তফা হাওলাদার(৩৫)। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দায়ের করা হয়েছে।
ওসি(তদন্ত) আরো জানান, ঈদে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ তৎপর রয়েছে। যাত্রীরা নির্বিঘেœ তাদের গন্তব্যে পৌঁছাতে লঞ্চ টার্মিনালসহ শহরের নিরাপত্তায় ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে। ঈদের বাজারে ক্রেতা-বিক্রেতার সার্বিক নিরাপত্তায় শহরের মার্কেট ও বিপনী বিতানের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।