বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বেদের মেয়ে জোছনা বা অঞ্জনাদের সাপ দেখিয়ে বা সাপের খেলা দেখিয়ে টাকা উপার্জন নতুন কিছু নয়। পথে ঘাটে হর হামেশাই দেখা যায় কখনো একা বা কখনো দল বেঁধে বেদের মেয়ে বা সাপুড়ে কন্যারা হাতে ধরে বা গলায় বিষধর সাপ পেঁচিয়ে মানুষকে ভয় দেখিয়ে বা বিস্ময় উদ্রেক করে টাকা পয়সা চেয়ে নিচ্ছে।
বেদে সংস্কৃতি অনুযায়ী বেদে সম্প্রদায়ের পুরুষ সদস্যরা বনে বাদাড়ে সাপ ধরবে, নৌকা বেয়ে বেদে বহরকে এখান থেকে সেখানে নিয়ে যাবে। স্থানে ডেরা বেঁধে থাকার ব্যবস্থা করবে।
অন্যদিকে নারী সদস্যরা যারা সাধারণভাবে বেদের মেয়ে বা সাপুড়ে কন্যা হিসেবে পরিচিত তারা ঘুরে ঘুরে সাপের খেলা দেখাবে, হাত, পা কোমরের ব্যথায় শিঙে লাগিয়ে চিকিৎসা দেবে। আবার দাঁতের পোকা বের করবে, কখনো ছোট খাট যাদু মন্ত্রের কারিশমা দেখিয়ে পয়সা উপার্জন করবে। এভাবেই চলবে বেদে পরিবারের যাযাবর জীবন।
তবে সময়ের পরিক্রমায় বাস্তব কিছু কারণে এখন আগের সব সংস্কার মেনে চলা সম্ভব হচ্ছে না। আর সেখানেই ১০/১২ বছর বয়সী এই বেদে পরিবারে ছেলেটি বিষধর সাপ হাতে নেমে পড়েছে নগর শহরের রাস্তায়। সাপের খেলা দেখিয়ে মানুষকে খুশি করে আদায় করছে ৫/১০ টাকা।
বগুড়া শহরের ঝাউতলা এলাকার একটি বাণিজ্যিক অফিসের গ্রাউন্ড ফ্লোরে শাকিল হাসান বলে পরিচয় দেওয়া ছেলেটি যেটুকু পারে সেটুকু খেলা দেখিয়েই ৫/১০ টাকা চেয়ে নিচ্ছে। বেদের ছেলেটির কাছে কিছু প্রশ্ন করলে সে তার নাম বলেই উত্তর দেয়, আমি বেদের ছেলে। সাপ নিয়েই থাকি, সাপ ধরি খেলা দেখাই, এটাই আমাদের জীবন। আর কি শুনবেন? আমাদের জীবনে যে আর কিছু নেই, নেই কিছু বলারও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।