নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত সোমবার কার্ডিফে ফিল্ডিং অনুশীলনের সময় ঊরুর ওপরের দিকে টান লেগেছিল তামিমের। সতর্কতা হিসেবে পরদিন ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলানো হয়নি এই ওপেনারকে। সেই চোট মাত্রই কাটিয়ে উঠেছেন। নেটে নেমেই আরেক দফা চোট পেলেন তামিম ইকবাল। শুক্রবার ওভালে বাংলাদেশের অনুশীলনে ব্যাটিংয়ের সময় বাঁ হাতে চোট পেয়েছেন বাংলাদেশের সফলতম ব্যাটসম্যান। আগে থেকেই পিঠের চোটে থাকায় বিশ্রামে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। অধিনায়ক মাশরাফি মুর্তজারও হ্যামস্ট্রিংয়ে চোট থাকায় করেননি অনুশীলন।
মাঠের এক পাশের সেন্টার উইকেটে ব্যাট করছিলেন তামিম। থ্রো ডাউন খেলছিলেন আর্ম থ্রোয়ারে। আচমকাই একটি বল ছোবল দেয় বাঁ বাহুতে। এগিয়ে যান ফিজিও থিহান চন্দ্রমোহন। খানিকটা কথা বলে তখনই মাঠে ছেড়ে ড্রেসিং রুমে ফেরেন তামিম। তাৎক্ষনিক টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, কোন রকম ঝুঁকি না নিতেই হাতে ব্যথা পাওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন তামিম। খানিক পর সংবাদ সম্মেলনে বোলিং কোচ কোর্টনি ওয়ালশ যা জানালেন, তাতে খানিকটা শঙ্কার আভাস ছিল, ‘মাত্রই হাতে চোট পেয়েছে তামিম। এখনও কিছু সেভাবে বোঝা যাচ্ছে না। পর্যবেক্ষণ করা হচ্ছে, এখনই কোনো আপডেট দেয়া সম্ভব নয়। রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একটু দুর্ভাবনার ব্যাপার হলো, বল হাতে লাগা মাত্রই সে নেট থেকে বেরিয়ে এসেছে।’
তবে আরও ঘণ্টাখানেক পর দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানালেন, আপাতত চোট গুরুতর বলে মনে হচ্ছে না, ‘ওর চোট নিয়ে এখনই মন্তব্য করা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তবে তামিম বেশ ভালোই বোধ করছে। সে নিজে বলছে যে স্ক্যান করানোর প্রয়োজন নেই। তবে সতর্কতা হিসেবে আমরা আজকেই (শুক্রবার) হয়তো স্ক্যান করাব।’
তবে সাইফউদ্দিনকে নিয়ে আছে বেশ দোলাচল। পিঠের চোটটা ভারতের বিপক্ষে ওয়ার্মআপ ম্যাচেও তাকে ভুগিয়েছে। আর এই কারণে শুক্রবার বিশ্রাম দেওয়া হয়েছিল। যদিও দলের সঙ্গে মাঠে এসেছিলেন সাইফুদ্দিন। বোলিং না করলেও রানিং করেছেন তিনি।
ওয়ালশ সাইফউদ্দিনের অবস্থা জানতে আরও কিছুটা সময় নেবেন, ‘আমরা আরও দুদিন সময় পাচ্ছি। সাইফউদ্দিনের শেষ ম্যাচে একটা চোট ছিল। তাই শুক্রবার ওকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। সে কতটা সেরে উঠল শনিবার আমরা পর্যবেক্ষণ করে দেখব।’
কেবল সাইফউদ্দিনই নয়। অনুশীলন করেননি অধিনায়ক মাশরাফিও। দলের অনুশীলনের সময় তাকে ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে একান্তে আলাপ করতে দেখা যায়। তাই অধিনায়ককেও পর্যবেক্ষণে রাখার কথা জানালেন ওয়ালশ, ‘আমার মনে হয় ম্যাশের কিছুটা অস্বস্তি ছিল তাই শুক্রবার তেমন অনুশীলন করেনি। সেটাও শনিবার দেখব কি অবস্থা। মুস্তাফিজ ঠিক আছে, ওরও কিছু সমস্যা ছিল। কিন্তু শুক্রবার ভালোই বল করেছে সে। ’
কোনো কারণে সাইফউদ্দিন খেলতে না পারলে মাশরাফি ও মুস্তাফিজের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে একাদশে আসবেন রুবেল হোসেন। স্বস্তির খবর হলো কয়েকদিন আগে চোট থেকে সেরে উঠার পর এখন ফিটনেস নিয়ে বেশ ভালো অবস্থায় আছেন রুবেল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।