Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

৩ মাস পেছাল দাবার নির্বাচন

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আগামী ৩১ মে বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচনের ওপর স্থগিতাদেশ এসেছে বলে জানিয়েছেন ফেডারেশেনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক। তার প্রতিদ্ব›দ্বী লায়ন মুজিবুর রহমান হাওলাদারের করা রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গত ২৫ মে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট পিটিশনে বর্তমান কার্যনির্বাহী কমিটির বিরোধী পক্ষ যুক্তি তুলে ধরেছেন নির্ভুল ভোটার তালিকা একটি গ্রহণযোগ্য নির্বাচনের একমাত্র পূর্বশর্ত। কিন্তু বাংলাদেশ দাবা ফেডারেশনের ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ। কারণ একটি প্যানেলের প্রার্থীদের অধিকাংশ খসড়া ভোটার তালিকায় থাকা সত্তে¡ও চূড়ান্ত ভোটার তালিকায় উদ্দেশ্যমূলকভাবে বাদ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে জাতীয় ক্রীড়া ফেডারেশন/অ্যাসোসিয়েশন নির্বাচন নীতিমালা-২০১৩ জাতীয় ক্রীড়া পরিষদের গত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০১৪ ও ২০১৫ এ পাশ করা দূরে থাক এতে উপস্থাপিতও হয়নি। কাজেই এ নীতিমালা বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাচনে কার্যকরী করা সম্পূর্ণ অবৈধ। ইজিএম-এ পাশ করা এ নীতিমালায় নির্বাচন হতে পারে না।
বাংলাদেশ দাবা ফেডারেশনের গঠনতন্ত্রের ধারা ৭.১-এর (১১) অনুযায়ী সকল ক্লাবের একজন করে প্রতিনিধি নির্বাচনে কাউন্সিলর থাকবেন। সে অনুযায়ী খসড়া ভোটার তালিকায় মোট ২৫টি ক্লাবের ২৪ জনকাউন্সিলর তালিকাভুক্ত হয়। কিন্তু নয়টি ক্লাবের (নৌবাহিনী সিনিয়র, নৌবাহিনী জুনিয়র, গোল্ডেন স্পোর্টিং, মীর চেস ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং, সাইফ পাওয়ারটেক, তিতাস ক্লাব, হাসান মেমোরিয়াল চেস ক্লাব ও বাংলাদেশ শিশু একাডেমি) প্রতিনিধি খসড়া ভোটার তালিকায় থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাননি। কারণ এ ক্লাবগুলো এই মামলার বাদী লায়ন মজিবুর রহমান হাওলাদারের প্যানেলভুক্ত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ৩ মাস পেছাল দাবার নির্বাচন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ