Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রধান নির্বাচক পদ বিলুপ্ত হচ্ছে না

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নির্বাচক কমিটিতে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান, টীম অপারেশন্স ম্যানেজার, হেড কোচকে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব দিয়েছে ওয়ার্কিং কমিটি। তাতে স্বাধীনভাবে বেতনভুক্ত নির্বাচকদের কাজ করার অধিকার হবে ক্ষুণœ। দল নির্বাচনে আসবে হস্তক্ষেপ। ফলে প্রধান নির্বাচক পদ হবে বিলুপ্ত। এমন শংকা দেখে প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দেয়ার কথা গুরুত্ব দিয়ে ভেবে নিজের এই পরিকল্পনার কথা জানিয়েছিলেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরবর্তীতে বিসিবি’র সঙ্গে কথা বলে নিজের অবস্থান পরিবর্তনও করেছেন ফারুক। তবে নির্বাচক কমিটির পরিধি ৩ থেকে ৭ এ উন্নীত করার এই প্রস্তাবে প্রধান নির্বাচক পদ বিলুপ্ত হচ্ছে না বলে গতকাল মিডিয়াকে জানিয়েছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান এবং ওয়ার্কিং কমিটির সদস্য জালাল ইউনুসÑ ‘প্রধান নির্বাচক পদ থাকছে না, এটা ঠিক নয়। প্রধান নির্বাচক পদ প্রস্তাবনায় আছে। আর এসবের কোনো কিছুই এখনও নিশ্চিত নয়। সব পদের কার্যপরিধি এখনও ঠিক করা হয়নি। সেগুলো ঠিক হয়ে গেলে স্পষ্ট হয়ে যাবে কার কি কাজ থাকছে।’
নির্বাচক কমিটির সদস্য সংখ্যা ৭এ উন্নীত করা হলেও সবার ভূমিকা হবে না দল নির্বাচন, এমন তথ্যও দিয়েছেন জালাল ইউনুসÑ ‘নির্বাচকরা তাদের কাজ করবেন। একজন নির্বাচক বাড়বে। তারা দল নির্বাচন করবেন। তাদের দলটাই ঠিক থাকবে। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের ডাকা মিটিংয়ে কোচ, ম্যানেজার, নির্বাচক সবাই থাকবেন। পাঁচ থেকে সাত সদস্যের প্যানেল। এরা সবাই নির্বাচক নন। ওই মিটিংয়ে কোচ তার মতামত দিবেন। যেটা হচ্ছিল না বলেই এই প্যানেল করা হচ্ছে।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান নির্বাচক পদ বিলুপ্ত হচ্ছে না
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ