Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপ আরচ্যারিতে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ৮:১০ পিএম

বিশ্বকাপ আরচ্যারিতে অংশ নিতে নেদারল্যান্ডস যাচ্ছে বাংলাদেশ আরচারি দল। আগামী ৭ জুন রওয়ানা হবে নয় সদস্যের বাংলাদেশ দলটি। ৯ থেকে ১৬ জুন পর্যন্ত নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ আরচ্যারি প্রতিযোগিতা। বাংলাদেশ দলে রয়েছেন ৬ আরচ্যার এবং কোচ ও কর্মকর্তা মিলিয়ে আরো ৩ জন। বাংলাদেশ দলের খেলোয়াড়রা হলেন- রোমান সানা, তামিমুল ইসলাম, হাকিম আহমেদ রুবেল, বিউটি রায়, অসীম কুমার দাস ও সুস্মিতা বণিক। দলের সঙ্গে যাবেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক ও জিয়াউল হক এবং ম্যানেজার ফারুক ঢালী। তবে ইতোমধ্যে ৭ জনের ভিসা হয়ে গেলেও আরচ্যার রুবেল ও ম্যানেজার ঢালীর ভিসা এখনো হয়নি। আশাকরা যাচ্ছে আগামী তিনদিনের মধ্যে এদের ভিসাও হয়ে যাবে। এই বিশ্বকাপ থেকে দলগত ইভেন্টের আটটি দল টোকিও অলিম্পিকের টিকিট পাবে। বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল। খেলা শেষে ১৮ জুন দেশে ফিরবে বাংলাদেশ দল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ আরচ্যারি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ