গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশে পুলিশের ওপর অব্যাহত হামলার পেছনে জঙ্গি সংগঠনগুলোর অর্থনৈতিক সঙ্কট কাজ করছে বলে মনে করছেন একজন শীর্ষ পুলিশ কর্মকর্তা।
অপরাধ তদন্ত বিভাগ সিআইডির প্রধান শফিকুল ইসলাম বলছেন, নিরাপত্তা বাহিনীর তরফে প্রচণ্ড চাপের মুখে এই দলগুলো সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে।
তাদের তৎপরতা চালু রাখার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেটিও তাদের কাছে নেই বলে তিনি বলছেন।
"আর সে কারণেই দেশে বিদেশে জঙ্গি সংগঠনগুলোকে যারা অর্থ জোগান দেয় তাদের দৃষ্টি আকর্ষণ করে অর্থ প্রবাহ সচল রাখার জন্য পুলিশের ওপর হামলা চালানো হচ্ছে," বিবিসির সাথে আলাপকালে তিনি বলেন।
মি. ইসলাম, যিনি পুলিশ বিভাগের একজন অতিরিক্ত আইজি পদমর্যাদার কর্মকর্তা, জানান যে জঙ্গি অর্থায়নের একটা বড় অংশ আসে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কয়েকজন ধনকুবেরের কাছ থেকে। দেশের মধ্য থেকেও অর্থের একাংশ আসে।
"যারা এসব টাকা-পয়সা দেন, তাদের মধ্যে অনেকেই জানেন না যে তাদের টাকা কোথায় ব্যবহার করা হচ্ছে,"মি. ইসলাম বলেন, "অনেক সময়েই তাদের বলা হয় ইসলামের সেবায় এই অর্থ ব্যয় করা হবে।"
"তাই অনেক সময় তারা সরল বিশ্বাসে টাকা দিয়ে থাকেন।"
তিনি জানান, যারা জেনেশুনে জঙ্গি কার্যকলাপের জন্য অর্থ দেন, এসব হামলার মধ্য দিয়ে জঙ্গি দলগুলো সেইসব ডোনারকে দেখানোর চেষ্টা করেছে যে তাদের কার্যক্রম সচল রয়েছে।
এই হামলার কথা বলে তারা ডোনারদের কাছে আরও বেশি টাকা আদায় করার চেষ্টা করবে বলে তিনি বলেন।
গত ২৭শে মে রাজধানী ঢাকার মালিবাগে পুলিশের একটি গাড়ির কাছে বিস্ফোরণের ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ দু'ব্যক্তি আহত হয়।
যে জায়গাটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে, তার পাশেই রয়েছে সিআইডি এবং এসবি পুলিশের প্রধান কার্যালয়।
এর আগে গত ২৯শে এপ্রিল ঢাকার গুলিস্তান এলাকায় পুলিশের ওপর একটি ককটেল হামলা করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।