বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের মির্জাপুরে হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা থাকা পণ্য বিক্রির জন্য দোকানে রাখায় কয়েকটি দোকান থেকে বেশ কিছু পণ্য জব্দ ও পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ না থাকায় এক দোকানির কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার সদরের মেইন রোড, কালিবাড়ী রোড ও কাঁচা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক হাকিম মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাঈনুল হক জানান, নিষিদ্ধ পণ্য বিক্রির জন্য দোকানে রাখায় কয়েকটি দোকান থেকে বেশ কিছু পণ্য জব্দ করা হয়েছে এছাড়া পণ্যের গায়ে উৎপাদনের মেয়াদ না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে কাউছার কসমেটিকসের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দকৃত পণ্য ধব্বংস করা হবে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।