বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ক্রেতা সেজে ভিড়ের মধ্যে দোকানে ঢুকে মালামাল চুরির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- তাছলিমা বেগম (৫৫), আবুল বশর (৩২), আরিফ হোসেন (৩২), শাহীন (৩৬) ও বাচ্চু মিয়া (৩২)। তাদের কাছ থেকে শার্ট, জিনসের প্যান্ট, পাঞ্জাবিসহ দুই বস্তা চোরাই কাপড় উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন বলেন, তাছলিমাসহ তিনজন বিভিন্ন মার্কেটে কাপড়ের দোকানে ঢোকে। পোশাক পছন্দ ও দরদামের একপর্যায়ে সুযোগ বুঝে তাছলিমা কিছু পোশাক বোরকার মধ্যে নিয়ে ফেলে। তারপর দাম ঠিক হয়নি কিংবা পোশাক পছন্দ হয়নি এমন অজুহাত তুলে দোকান থেকে সরে পড়ে। পরে ওই চোরাই কাপড় বাইরে বিক্রি করে তারা। গোপন সংবাদের ভিত্তিতে আটকের পর তারা নগরীর বিভিন্ন বিপণী বিতান ছাড়াও জেলার বোয়ালখালী, পটিয়া, আনোয়ারা, বাঁশখালী, লোহাগাড়া, সাতকানিয়া উপজেলা সদরেও একই কায়দায় চুরি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসি। গত ৮ থেকে ১০ বছর ধরে প্রতি রমজানে তারা একই কায়দায় চুরি করার কথাও স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।