Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যে কৌশলে এগোতে চান ভারতের মুসলমানরা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৬ এএম

ভারতের পার্লামেন্ট নির্বাচনে হিন্দুত্ববাদী বিজেপির ভ‚মিধস জয়ে দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভয় ও আতঙ্ক আরও বেড়েছে। বিজেপির এমন জয়ে দেশটির অধিকাংশ মুসলমান ভবিষ্যতের ব্যাপারে শঙ্কিত বলেও বিভিন্ন নিরীক্ষায় জানা গেছে। বিশেষত নির্বাচনের পরপরই কয়েকটি মুসলিম নির্যাতনের ঘটনায় শঙ্কা আরও বেড়ে গেছে। এভাবে সাম্প্রদায়িক রাজনীতির বিজয় নিয়ে দেশটির মুসলিম সমাজ কী ভাবছে? কোন কৌশলে সামনের দিকে এগোতে চান মুসলমানরা। এ নিয়ে জার্মান বার্তা সংস্থা ডয়েচে ভেলে বিভিন্নজনের মতামত জানার চেষ্টা করেছে। এবারের লোকসভা নির্বাচনে ২৭ মুসলমান সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ৪৩৭ আসনে প্রার্থী দেয়া বিজেপিও সাতজন মুসলমান প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। ভারতের বিখ্যাত আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের গবেষক আদিল আলভি বলেন, ইতিমধ্যে মুসলমানদের প্রতি বৈরী আচরণের প্রমাণ দেখা গেছে। সম্প্রতি নয়াদিল্লিতে এক মুসলমান ব্যক্তিকে টুপি খুলে ফেলতে এবং হিন্দুদের মতো ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করার ঘটনাকে উদাহরণ হিসেবে দেখান তিনি। একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী রওনক শাহী বিজেপি আবারও ক্ষমতায় আসায় উদ্বিগ্ন। তিনি বলেন, ‘আমার মনে হয়, গতবারের চেয়ে এবার মুসলমানরা বেশি অরক্ষিত হয়ে পড়বে। কী হবে তা বোঝা যাচ্ছে না। তবে আমি নিশ্চিত পরিস্থিতি আরও খারাপই হবে।’ পরিস্থিতি অনুক‚লে রাখতে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে মুসলমানদের শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করেন তরুণ এই শিক্ষার্থী। নির্বাচন-পরবর্তী সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মুসলমানদের উদ্দেশে চিঠি লিখেছে ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’। মুসলমানদের পরিস্থিতির আরও অবনতি হতে পারে এ আশঙ্কা করছেন বোর্ডকর্তারা। হায়দরাবাদ থেকে নির্বাচিত অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন ওয়াইসি প্রধানমন্ত্রী মোদির কাছে জানতে চেয়েছেন, গোরক্ষকদের তাণ্ডব রুখতে কী পদক্ষেপ করছেন? ওয়াইসি বলেন, সংবিধানে মানুষের জীবনের অধিকার স্বীকৃত, পশুর নয়। হায়দরাবাদকেন্দ্রিক নিজের দলকে সর্বভারতীয় দলে পরিণত করতে চান। ওয়াইসি বলেন, ধর্মনিরপেক্ষ দলগুলো এখন আর বিজেপিকে হারাতে পারছে না। ফলে আমাদের কৌশলে পরিবর্তন আনতে হবে। মুসলমানরা আর কতদিন তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোকে ভোট দেবে? তবে মুসলমানদের নিজস্ব শক্তি গড়ে ওঠার ব্যাপারটি এখনও তেমন পরিষ্কার নয়। হায়দরাবাদের মাওলানা আজাদ ন্যাশনাল উর্দু বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী আফরোজ আলম বলেন, মুসলমানদের ২৫টি দল এখনও আছে। কিন্তু তারা তেমন সাফল্য দেখাতে পারেনি। কারণ মুসলমানরা মুসলমানদের ভোট দিতে আগ্রহী নয়। আলীগড় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ মনে করেন, মুসলমানদের দল থেকে সংসদে প্রতিনিধি গেলেও তাদের কথা শোনা হবে না। রাজনৈতিকভাবে মুসলমানরা কিছু করতে পারবে না। এটা সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত যে, তারা মুসলমানদের সঙ্গে নেবে কিনা। তবে নির্বাচনে জয়ের পর থেকে বিভিন্ন বক্তব্যে মুসলমানদের আশ্বস্ত করা চেষ্টা করেছেন নরেন্দ্র মোদি। জাতি ও ধর্মের ভিত্তিতে কোনো ভেদাভেদ করা হবে না জানিয়ে মোদি বলেন, সবকা সাথ, সবকা বিকাশ এবং তার সঙ্গে ‘সবকা বিশ্বাস’ হবে আমাদের মন্ত্র। শনিবার প্রেসিডেন্ট ভবনে যাওয়ার আগে সংবিধানে মাথা ছুঁইয়ে মোদি বলেন, ‘সংবিধানকে সাক্ষী রেখে আমরা প্রতিজ্ঞা করছি- সব বর্গের মানুষকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে। ধর্ম-জাতির ভিত্তিতে কোনো ভেদাভেদ হবে না। এ ছাড়া সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণাত্মক কথাবার্তা এড়িয়ে চলতেও দলীয় সাংসদদের পরামর্শ দিয়েছেন তিনি। এদিকে ভারতে মুসলমানদের সবচেয়ে বড় সংগঠন জমিয়াতে উলামায়ে-হিন্দ (জেইউএইচ) বিপুল জয়ের জন্য মোদিকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ধর্মীয় ভেদাভেদ ভুলে সব নাগরিককে একদৃষ্টিতে দেখার জন্য নরেন্দ্র মোদির প্রতি আহ্বান জানানো হয়। ডয়েচে ভেলে।



 

Show all comments
  • Sayful Islam ৩০ মে, ২০১৯, ২:১৬ এএম says : 0
    Ak allah k dakon R mone sahose rakhon, jolombazder grena koron, parley bol proyoge e protihoto koron. Kokhono matha notu korbenna,,, joy akdin muslim der hobey hobee,, inshaallah.
    Total Reply(0) Reply
  • Sharif Ahamd ৩০ মে, ২০১৯, ২:১৭ এএম says : 0
    ভারত একটি সাম্প্রদায়িক রাষ্ট্র
    Total Reply(0) Reply
  • Md Rakib ৩০ মে, ২০১৯, ১২:৫৭ পিএম says : 0
    আল্লাহ তুমি তাদের বিচার কর অত্যাচারীর
    Total Reply(0) Reply
  • HM Manir Hossain ৩০ মে, ২০১৯, ১২:৫৮ পিএম says : 0
    অবশ্যই আমি তোমাদের পূর্বে বহু প্রজন্মকে ধ্বংস করেছি, যখন তারা জুলুমে লিপ্ত ছিলো! #আল_কোরআন (সূরা-ইউনুস:১৩)
    Total Reply(0) Reply
  • Mohammad Aslam ৩০ মে, ২০১৯, ১২:৫৮ পিএম says : 0
    oh Allah save them please..
    Total Reply(0) Reply
  • Nurul Islam ৩০ মে, ২০১৯, ১২:৫৮ পিএম says : 0
    "আমি জালিমকে সুযোগ দিই তাদের পাপকে পাকাপোক্ত করার জন্য। অতঃপর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি।" (সূরা আল ইমরান: ১৭৮)
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের মুসলমানরা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ