Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রস্তুতি ম্যাচে বড় হারে প্রাপ্তি দেখছেন মাশরাফি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ৯:৩৪ পিএম

পর্দা উঠলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপের। বুধবার রাতে লন্ডনের বাকিংহাম প্যালেসের সামনের ঐতিহাসিক রাস্তা ‘দ্য মল’-এ জাঁকজমকপূর্ণ একঘন্টার অনুষ্ঠানে উদ্বোধন হলো আইসিসি বিশ্বকাপের দ্বাদশ আসরের। বিশ্বকাপের মাঠের লড়াই শুরু হবে বৃহস্পতিবার থেকে। এদিন বাংলাদেশ সময় বিকেলে সাড়ে ৩টায় ওভালে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মোকাবেলা করবে চোকার খ্যাত দক্ষিণ আফ্রিকা। মাঠের লড়াই শুরু হওয়ার আগে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২৮ মে কার্ডিফে মুখোমুখি হয় সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের। ম্যাচে টাইগাররা হেরে যায় ৯৫ রানের বড় ব্যবধানে হেরে যায়। তবে এই বড় হারেও প্রাপ্তি দেখছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যদিও এমন বড় হারের ম্যাচে প্রাপ্তি খুব বেশি থাকার কথা নয়। কিন্তু বাংলাদেশ অধিনায়কের ঝুলি পূর্ণ না হলেও একেবারে শূন্য নয়! হেরে যাওয়া ম্যাচে ইতিবাচক কিছু খুঁজে বের করার দিন অনেক আগেই পেরিয়ে এসেছে বাংলাদেশের ক্রিকেট। তবে প্রস্তুতি ম্যাচ বলেই সামনের পথচলার সঞ্চয় কিছু পেলেন মাশরাফি।

ম্যাচে ভারতীয় দলের লোকেশ রাহুলের রান পাওয়া, কুলদীপ যাদবের ফর্মে ফেরা। সঙ্গে আরো কিছু পাওয়া। ভারত অধিনায়ক বিরাট কোহলি দারুণ খুশি। ম্যাচ থেকে যা চাওয়ার ছিল, সবকটিতেই টিক চিহ্ন দিতে পেরেছেন তিনি। তবে মাশরাফিও একেবারে খালি হাতে ফেরেননি। যদিও ৯৫ রানের হারের ব্যবধান বলছে, ম্যাচটি ছিল প্রায় একতরফা। কিন্তু ম্যাচে ভারতীয় ইনিংসের প্রথম দিকে দাপট ছিল টাইগারদেরই। ভারতের শক্তিশালী টপ অর্ডারকে যথেষ্টই ভুগিয়েছে বাংলাদেশের পেস আক্রমণ। মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা নতুন বলে যে সুর বেঁধে দিয়েছিলেন তাতে তাল মিলিয়েছেন রুবেল হোসেন ও মোহাম্মদ সাইফ উদ্দিন। ২২ ওভার শেষে ভারতের রান ছিল ৪ উইকেটে ১০২। মাশরাফি জানালেন, ম্যাচ থেকে তার বড় প্রাপ্তি এ সময়টাই। মাশরাফির কথায়,‘আয়ারল্যান্ডে নতুন বলে আমরা সেভাবে উইকেট নিতে পারিনি। তাই পেস বোলিংয়ে ভালো শুরুর ইচ্ছে ছিল। মুস্তাফিজ দুর্দান্ত বোলিং করেছে। আমি চেষ্টা করেছি। রুবেল ও সাইফের কাছ থেকে যা চেয়েছি, তার অনেকটাই পেয়েছি।’

তিনি আরো বলেন,‘আমাদের মনে হয়েছে, নতুন বলে উইকেট নেয়ার মতো একজনকে দরকার। এই জায়গায় ঘাটতি থেকে যাচ্ছিল। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজ কাজটা করেছে দারুণভাবে। বেশি স্বস্তি পাচ্ছি যে মুস্তাফিজ তার পুরোনো গতির অনেকটাই ফিরে পেয়েছে। ১৪০ কিলোমিটার তুলেছে গতি। সে নিজের মতো বোলিং করলে আমাদের বোলিংয়ের ধারই অন্যরকম।’

এই ম্যাচ নিশ্চিত করেছে, দুই পেসারে বোলিং শুরু হলে বিশ্বকাপের শুরুর দিকে বাংলাদেশের নতুন বল সামলাবেন মাশরাফির সঙ্গে মুস্তাফিজ। এছাড়া সাধারণ চোখে তেমন কোনো প্রাপ্তি এই ম্যাচ থেকে সেভাবে ধরা পড়ে না । তবে মাশরাফির নজরে এসেছে আরো কিছু। তিনি যোগ করেন,‘মুশফিক ভালো খেলার ধারাবাহিকতায় রয়েছে, যেটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপার। লিটন নিজের কাজ করে যাচ্ছে। দুজনই সেঞ্চুরি করলে ভালো লাগত। রিয়াদ আর কিছু সময় টিকলে হয়তো আমরা তিনশ’ করতে পারতাম। তবে খুবই হাই কোয়ালিটি বোলিং খেলেছি আমরা, যে প্র্যাকটিস বিশ্বকাপের মাঠের লড়াইয়ে খুব কাজে লাগবে।’

একদমই চাপহীন এই ম্যাচে সাড়ে তিনশ’ রান তাড়া করার বড় সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু সেটির প্রতিফলন পড়েনি ব্যাটিংয়ে। এখানে নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে মাশরাফি বলেন,‘ জোড়ায় জোড়ায় উইকেট পড়লে সাড়ে তিনশ’ তাড়া করা কঠিন। লিটন ও মুশফিক সেট হওয়ার পর মারতে শুরু করেছিল। তখনই দু’জন আউট হয়ে গেছে। সাকিব-মিঠুন দু’জনই প্রথম ডেলিভারিটি অসাধারণ পেয়ে আউট হয়ে গেছে।’

প্রস্তুতি ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন, ভারতের মতো বড় দলের বিপক্ষে খেলে হারলেও বিশ্বকাপের আড়ালে ঘাটতির জায়গাগুলো ফুটে ওঠে। এই ম্যাচে যেমন প্রকটভাবে ফুটে উঠেছে স্পিন আক্রমণের দৈন্য। তবে নিজের পরীক্ষিত স্পিন আক্রমণে ভরসা রাখছেন মাশরাফি। তার কথা,‘সাকিবের একটা বাজে দিন গেছে মঙ্গলবার। তবে দারুণভাবে ফেরার মতো অভিজ্ঞতা আছে তার। আমার বিশ্বাস, এবারের বিশ্বকাপে সে দারুণ কিছু করে দেখাবে। মিরাজও গত কিছুদিন ধরে ভালো করছে। মোসাদ্দেকের বোলিং ফিগার দেখে খুব খরচে মনে হলেও ওর শুরুটা কিন্তু খারাপ ছিল না।’

মাশরাফি আরো বলেন,‘যদি প্রপার ম্যাচ খেলতাম আমরা, তাহলে অবশ্যই সবাই দায়িত্ব পালন করতাম। তখন আমার মনে হয়, তিনশ’র মধ্যে হয়তো আটকে রাখতে পারতাম ভারতকে। কিন্তু অনেক ম্যাচেই এমন পরিস্থিতিতে বোলিং করতে হবে স্পিনারদের। ব্যাটসম্যানদের ঝড় থামাতে হবে। সেই প্র্যাকটিসটা স্পিনারদের সবাইকে করাতে চেয়েছি।’

মাশরাফির মতে ম্যাচে ভারতের বিপক্ষে বড় হার তাই প্রস্তুতিতে ব্যাঘাত নয়, বরং সহযোগিতা করছে। অপেক্ষা এবার মূল আসর মাতাতে। ২ জুন ওভালে বাংলাদেশের সামনে থাকছে দক্ষিণ আফ্রিকান চ্যালেঞ্জ। দেখা যাক এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করে টাইগাররা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ