মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতে লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকে দেশটির বিভিন্ন প্রান্তে ‘জয় শ্রীরাম শ্লোগান দিতে বাধ্য করানো হচ্ছে বলে অভিযোগ উঠছে। এবার সেই তালিকায় যুক্ত হল পুণের নামকরা চিকিৎসক তথা লেখক অরুণ গদ্রের নাম। অভিযোগ, দিল্লিতে এক দল যুবক তাঁকে ঘিরে ধরে তার ধর্ম জানতে চায় এবং ‘জয় শ্রীরাম’শ্লোগান দিতে বাধ্য করায়।
তবে এটিকে ‘ছোট ঘটনা’ বলে উল্লেখ করে ওই চিকিৎসক জানিয়েছেন, তিনি চান না, বিষয়টি নিয়ে বেশি প্রচার হোক। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে দিল্লি গিয়েছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ গদ্রে। সেই জন্য তিনি দিল্লির যন্তর মন্তরের কাছে ওয়াইএমসিএতে ছিলেন। ২৬ মে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন গদ্রে। সেই সময়েই কনট প্লেসের হনুমান মন্দিরের কাছে ওই ঘটনা ঘটে। দ্য হিন্দু, এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।