প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বরাবরের মতো এবারও জমকালো ঈদ উপহার নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। তারকাবহুল অডিও গানের পাশাপাশি এবারের আয়োজনে থাকছে মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বেশ কয়েকটি নাটক। সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু জানান, এবার আমাদের ব্যানার থেকে প্রকাশিত হচ্ছে তাহসান, মিজান, পান্থ কানাই, মাহতিম সাকিবের মতো তারকা শিল্পীদের নতুন গান। বিশেষ চমক হিসেবে আসছে নন্দিত লোকশিল্পী কাঙালিনী সুফিয়ার একটি মিউজিক্যাল ফিল্ম। এর পাশাপাশি ঈদের ৫ দিনে অপূর্ব-মেহাজবীন জুটিসহ তারকা শিল্পীদের পাঁচটি বিশেষ নাটক প্রকাশিত হবে আমাদের ইউটিউব চ্যানেলে। সিএমভির ব্যানারে প্রকাশ প্রতিক্ষীত অডিও গানের মধ্যে রয়েছে- তাহসানের কণ্ঠে ‘ডানা নেই’। এটির কথা লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন আহম্মেদ হুমায়ূন। মিজানের ‘অন্ধ কৃতদাস’ গানটির কথা ও সুর করেছেন সেতু চৌধুরী। মহসিন মেহেদীর কথায় আহমেদ রাজীবের সুরে পান্থ কানাইয়ের গান ‘সোনা যাদু’। মাহতিম সাকিবের ‘রেখো তোমার করে’ গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন, সুর করেছেন আভ্রাল শাহির। ‘ললনা’ খ্যাত শেখ সাদীর নতুন গান ‘নেই হয়ে আছ’, লিখেছেন সোমেশ্বর অলি, সুর করেছেন আহম্মেদ হুমায়ূন। মার্সেলের সুরে পূজার গান ‘বিষন্ন মন’, লিখেছেন মেহেদী হাসান লিমন। রবিউল ইসলাম জীবনের কথায় মার্সেলের সুরে ‘সরল মাইয়া’ গানটি গেয়েছেন অলিভা। অডিও গানগুলো দেশের সবক’টি সংগীতভিত্তিক অ্যাপ-এর পাশাপাশি লিরিক ভিডিও হিসেবে প্রকাশ হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। অন্যদিকে এই ব্যানারের অন্যতম ঈদ চমক হয়ে আসছে নন্দিত লোকশিল্পী কাঙালিনী সুফিয়ার নতুন গান-ভিডিও ‘প্রেমিক বাঙাল’। সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সংগীত করেছেন মার্সেল। গানটিতে কাঙালিনীর সহশিল্পী হিসেবে আছেন কণা ও মার্সেল। এটির ভিডিও নির্মাণ করেছেন রাজু রাজ। এতে নতুনরূপে মডেল হয়েছেন কাঙালিনী সুফিয়া। সিএমভির ঈদ আয়োজনের চমক হিসেবে থাকছে বেশ কয়েকটি নতুন নাটক। এরমধ্যে রয়েছে আফরান নিশো-টয়া জুটির ‘সাইজ ৪২’। এটি নির্মাণ করেছেন রাইসুল তমাল। অন্যদিকে অপূর্ব-মেহজাবীন জুটির নাট ‘মেঘের বাড়ি যাবো’ নির্মাণ করেছেন বিইউ শুভ। এছাড়া থাকছে আরও তিনটি বিশেষ নাটক। অডিও গান, মিউজিক ভিডিও আর নাটকের মাঝে এই ব্যানারে থাকছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটির নাম ‘ছায়া’। ভিকি জাহেদের নির্মাণে এতে অভিনয় করেছেন জোভান ও মুন। এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘আমরা বরাবরই চেষ্টা করি শ্রোতা-দর্শকদের ভিন্ন কিছু উপহার দিতে। তবে এবারের আয়োজন অন্য যে কোনও ঈদের চেয়ে ব্যতিক্রম করার চেষ্টা করছি। অডিও, ভিডিও, নাটক, শর্টফিল্ম- সবই থাকছে এবার। আশা করছি, দর্শক-শ্রোতারা আমাদের এই চেষ্টায় প্রীত হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।