Inqilab Logo

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট নিয়ে ম্যাখো, ম্যার্কেল বিরোধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ৬:৫০ পিএম

ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের পর পরবর্তী কমিশনের প্রেসিডেন্ট কে হবেন, এ নিয়ে পরস্পর বিরোধী অবস্থান ফরাসি ও জার্মান নেতাদের৷ সর্বোচ্চ ভোট পাওয়া ব্যক্তিকেই স্বয়ংক্রিয়ভাবে প্রেসিডেন্ট ঘোষণা করতে নারাজ ফরাসি প্রেসিডেন্ট৷ কিন্তু জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এখনো নির্বাচনে জয়ী দলের শীর্ষ প্রার্থীকে পরবর্তী প্রেসিডেন্ট মনোনীত করার পক্ষেই রয়েছে৷

ইইউ-র বিশেষ শীর্ষ সম্মেলনের আগে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া ও ইইউ-র প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাচনের জন্য সংস্থাটির নেতাদের বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৈঠকে বসার কথা৷

এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নিতে ইইউ নেতাদের আহ্বান জানিয়েছেন ম্যার্কেল৷ এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের যত দ্রুত সম্ভব একটি সমাধানে পৌঁছাতে হবে, কারণ, জুনের শুরুতেই ইউরোপীয় পার্লামেন্ট বৈঠকে বসবে৷ সবার প্রত্যাশা, ইউরোপীয় কাউন্সিল থেকে এর মধ্যে আমরা প্রস্তাব উত্থাপন করবো৷’ জার্মান চ্যান্সেলর বলেন, তার সিডিইউ-সিএসইউ জোট ঐক্য ও এসপিডির সঙ্গে জোটের নেতারা এতদিন চলে আসা ‘স্পিৎসেনকান্ডিডাট’ অর্থাৎ জয়ী দলের প্রস্তাব করা প্রার্থীকে কমিশনের প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন দেয়াকেই সমর্থন করেন৷

আগেরবারের চেয়ে অনেক কম ভোট পেলেও রক্ষণশীল ইউরোপীয়ান পিপলস পার্টি (ইপিপি) এবং দলটির প্রার্থী মানফ্রেড ভেবার এখনো শীর্ষেই অবস্থান করছেন৷

প্রার্থী মনোনয়ন দ্রুত করার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোও একমত৷ কিন্তু তার দপ্তরের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ফরাসি প্রেসিডেন্ট ‘স্বয়ংক্রিয়’ এই নির্বাচন ব্যবস্থার পক্ষে নন৷

ইপিপি-তে ম্যার্কেলের সিডিইউ ছাড়াও ইউরোপের বেশ কিছু রক্ষণশীল দল রয়েছে৷ ১৯৯৯ সালের পর থেকে এই জোটই ইউরোপীয় পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়ে আসছে৷ এবারও জয়ী দল হলেও ইপিপিকে হারাতে হয়েছে ৩৬টি আসন৷ ফলে নতুন পার্লামেন্টে দলটি পাচ্ছে ১৮০টি আসন৷ অন্যদিকে মধ্য-বামপন্থি সোশ্যালিস্ট ও ডেমোক্র্যাট জোট- এনঅ্যান্ডডি ৩৯ আসন হারিয়ে পাচ্ছে ১৪৬টি আসন৷ ফলে অন্য সব বারের মতো ৭৫১ আসনের পার্লামেন্টে এই দুই পক্ষ মিলে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নিয়োগগুলোর বিষয়ে একমত হতে তৃতীয় কোনো পক্ষের সমর্থন প্রয়োজন হবে৷

ভোটের ফলে ম্যাখোর এনমার্চ পার্টি বেশ শক্তিশালী অবস্থানে গিয়েছে৷ প্রথমবারের মতো ইউরোপীয় পার্লামেন্টে ২৩টি ভোট পাচ্ছে ম্যাখোর দল৷ ইউরোপীয় পার্লামেন্টের জোটগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যালায়েন্স অব লিবারেলস অ্যান্ড ডেমোক্র্যাটস ফর ইউরোপ৷ ইপিপি ও এসঅ্যান্ডডির পর তৃতীয় অবস্থানে রয়েছে ম্যাখোর জোট৷ সূত্র: রয়টার্স, এএফপি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ