Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মতলবে ৭ মামলার আসামী মাদকের ডিলার ফিরোজ বাবু ইয়াবাসহ আটক

মতলব উত্তর (চাঁদপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ৩:৪৭ পিএম

চাদঁপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে ৭ মামলার আসামী ও মাদকের ডিলার ফিরোজ বাবুকে(২৯) ৫৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। বুধবার উপজেলার এখলাছপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে মজিবুর রহমান বেপারী'র ছেলে।
মতলব উত্তর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান এর নির্দেশে এসআই (নিঃ) মোঃ গোলাম মোস্তফা, এসআই নাহিদ হোসেন, এস আই ফিরোজ মাহামুদের নেতৃত্বে এএসআই কাজী হাবিবুর রহমান, এএসআই আনিছুর রহমান চৌধুরী, এএসআই আবুল কালাম, এএসআই কামাল উদ্দিন ও ফোর্স সহযোগে টিম মতলব উত্তর থানা পুলিশ এখলাছপুরে বুধবার রাত আনুমানিক ০১৩০ ঘটিকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মতলব উত্তর থানার কূখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ফিরোজ বাবু (২৯)'কে আটক করে। অন্য দুইটি মাদক মামলার ওয়ারেন্টমূলে পুলিশ তাকে তার বসত বাড়ী হতে ধরতে গিয়ে ৫৫ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক হয়। অদ্য ২৯ মে তারিখ তাকে ৫৫ পিস ইয়াবা উদ্ধারের ঘটণায় ও মূলতবী ২ টি মাদক মামলার ওয়ারেন্টমূলে আটক দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটক মাদক ডিলার ফিরোজ বাবুর বিরুদ্ধে ৭টি মামলা আদালতে বিচারাধীন আছে।
মামলাগুলো হচ্ছে; ১। মতলব উত্তর থানার মামলা নং- ১৪/২০১,তারিখ- ২০/১১/২০১৮ ইং ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ), ২। নারায়নগঞ্জ ফতুল্লা থানার মামলা নং- ১০১,তারিখ- ২৭/০৮/২০১৭ ইং ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ), ৩। মতলব উত্তর থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০১/২০১৫ ইং ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(ক), ৪। মতলব উত্তর থানার মামলা নং- ১২ তারিখ- ১৮/০৮/২০১৪ ইং ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(ক), ৫। মতলব উত্তর থানার মামলা নং- ০৪/১৪৮,তারিখ- ০৩/০৯/২০১৮ ইং ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(ক)/২৫, ৬। মতলব উত্তর থানার মামলা নং- ০২, তারিখ- ০৭/০৭/২০১৭ইং ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(ক)/২৫, ৭। মতলব উত্তর থানার মামলা নং- ১৭, তারিখ- ২৯/০৬/২০১৭ ইং ধারা- ১৯৯০ ইং সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৯(খ)/২৫।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, সে মাদকের একজন বড় ডিলার ও তার বিরুদ্ধে ৭টি মামলা আদালতে বিচারাধীন। ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীরা সক্রিয় হতে পারে। তাদের সে সুযোগ গ্রহন করতে দেয়া হবে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঁদপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ