Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপের ১০ দল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

দুয়ারে কড়া নাড়ছে বিশ্বকাপ। আর কদিন পরই ইংল্যান্ডে শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই ওয়ানডে টুর্নামেন্ট। এরমধ্যে অংশ নিতে যাওয়া দশ দল তাদের চূড়ান্ত স্কোয়াড জানিয়ে দিয়েছে। সবার আগে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করে নিউজিল্যান্ড। আর সবার শেষে একদম সময়সীমার শেষ দিনে দল দেয় ওয়েস্ট ইন্ডিজ। সব দলেই আছে অল্প বিস্তর চমক। তবে ইনজুরি ছাড়াই এসব দলে এখনো আসতে পারে আসতে বদল। আইসিসির নতুন নিয়ম অনুযায়ী ২৩ মে পর্যন্ত যেকোন দল আইসিসির অনুমতি ছাড়াই দলে বদল আনতে পারবে। সেকারণে ইংল্যান্ড ও পাকিস্তান তাদের ১৫ জনের দলকেও বলছে প্রাথমিক দল। বিশ্বকাপের আগে দুদলের মধ্যে পাঁচ ম্যাচের সিরিজের পরই হবে চূড়ান্ত দল। বাংলাদেশের নির্বাচকরা ঘোষিত দলকে চূড়ান্ত বললেও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স বিবেচনায় আনার কথা বলছেন।


বাংলাদেশ

ডাক নাম : দ্য টাইগার্স
অধিনায়ক : মাশরাফি বিন মুর্তজা
কোচ : স্টিভ রোডস (ইংল্যান্ড)
টেস্ট স্ট্যাটাস : ২০০০
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ৭ম
বিশ্বকাপে অংশগ্রহণ : ৫বার (প্রথম ১৯৯৯)
বিশ্বকাপে সেরা অর্জন : কোয়ার্টার ফাইনাল (২০১৫), সুপার এইট (২০০৭)
স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার ও মোসাদ্দেক হোসেন সৈকত।


অস্ট্রেলিয়া

ডাকনাম : ব্যাগি গ্রিন্স, অজিস
অধিনায়ক : অ্যারোন ফিঞ্চ
কোচ : জাস্টিন ল্যাঙ্গার (অস্্েরটলিয়া)
টেস্ট স্ট্যাটাস : ১৮৭৭
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ৫ম
বিশ্বকাপে অংশগ্রহণ : ১১বার (প্রথম ১৯৭৫)
বিশ্বকাপে সেরা অর্জন : পাঁচ বারের চ্যাম্পিয়ন (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫)
স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক),উসমান খাওয়াজা, জেসন বেহেনডেরফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ন্যাথান কাটার-নাইল, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, নাথান লায়ন, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিক্স, প্যাট কামিন্স ও অ্যাডাম জাম্পা।

 

ভারত


ডাকনাম : ম্যান ইন ব্লু, টিম ইন্ডয়া
অধিনায়ক : বিরাট কোহলি
কোচ : রবি শাস্ত্রী (ভারত)
টেস্ট স্ট্যাটাস : ১৯৩২
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ২য়
বিশ্বকাপে অংশগ্রহণ : ১১বার (প্রথম ১৯৭৫)
বিশ্বকাপে সেরা অর্জন : দুই বারের চ্যাম্পিয়ন (১৯৮৩, ২০১১)
স্কোয়াড : বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শেখর ধাওয়ান, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, বিজয় শঙ্কর, লোকেশ রাহুল ও দিনেশ কার্তিক।

 

নিউজিল্যান্ড

ডাকনাম : ব্ল্যাক ক্যাপস, কিউইস
অধিনায়ক : কেন উইলিয়ামসন
কোচ : গ্যারি স্টেড (নিউজিল্যান্ড)
টেস্ট স্ট্যাটাস : ১৯৩০
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ৩য়
বিশ্বকাপে অংশগ্রহণ : ১১বার (প্রথম ১৯৭৫)
বিশ্বকাপে সেরা অর্জন : রানার্স-আপ (২০১৫)
স্কোয়াড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম ল্যাথাম, কলিন মানরো, টম ব্লান্ডেল, জিমি নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

 


ইংল্যান্ড


অধিনায়ক : ইয়ন মরগান
কোচ : ট্রেভর বেইলিস (অস্ট্রেলিয়া)
টেস্ট স্ট্যাটাস : ১৮৭৭
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ১ম
বিশ্বকাপে অংশগ্রহণ : ১১ বার (প্রথম ১৯৭৫)
বিশ্বকাপে সেরা অর্জন : রানার্স-আপ (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২)
স্কোয়ড : ওয়েন মর্গ্যান (অধিনায়ক), মইন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেলস, লিয়াম প্লানকেট, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।

 

শ্রীলঙ্কা

ডাকনাম : দ্য লায়ন্স
অধিনায়ক : দিমুথ করুনারতেœ
কোচ : চান্দিকা হাথুরুসিংহে (শ্রীলঙ্কা)
টেস্ট স্ট্যাটাস : ১৯৮২
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ৯ম
বিশ্বকাপে অংশগ্রহণ : ১১বার (প্রথম ১৯৭৫)
বিশ্বকাপে সেরা অর্জন : চ্যাম্পিয়ন (১৯৯৬)
স্কোয়াড : দিমুথ করুনারতেœ (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাজেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, কুশল মেন্ডিস, ইশুরু উদানা, মিলিন্দা শ্রীবর্ধনে, অভিষেক ফার্নেন্ডো, জীবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফরি ভেন্ডারসে, নোয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমাল।

 


পাকিস্তান

ডাকনাম : ম্যান ইন গ্রিন, গ্রিন শার্ট, শাহিন্স
অধিনায়ক : সরফরাজ আহমেদ
কোচ : মিকি অর্থার (দক্ষিণ আফ্রিকা)
টেস্ট স্ট্যাটাস : ১৯৫২
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ৬ষ্ঠ
বিশ্বকাপে অংশগ্রহণ : ১১বার (প্রথম ১৯৭৫)
বিশ্বকাপে সর্বোচ্চ অর্জন : চ্যাম্পিয়ন (১৯৯২)
স্কোয়াড : ফখর জামান, ইমাম-উল-হক, আবিদ আলি, বাবর আজম, শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ (ফিটনেস সাপেক্ষে), সরফরাজ আহমেদ, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, জুনায়েদ খান, মোহাম্মদ হাসনাইন, হারিস সোহেল।

 

দক্ষিণ আফ্রিকা

ডাকনাম : প্রটিয়াস
অধিনায়ক : ফাফ ডু প্লেসিস
কোচ : ওটিস গিবসন (বার্বাডোস)
টেস্ট স্ট্যাটাস : ১৮৮৯
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ৪র্থ
বিশ্বকাপে অংশগ্রহণ : ৭বার (প্রথম ১৯৯২)
সর্বোচ্চ অর্জন : সেমিফাইনাল (১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১৫)
স্কোয়াড : ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, জেপি দুমিনি, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আরনিক নরকিয়া, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ডেল স্টেইন, ইমরান তাহির, রাসি ফন ডার ডাসেন।

 

আফগানিস্তান


অধিনায়ক : গুলবাদিন নবি
কোচ : ফিল সিমন্স (ত্রিনিদাদ)
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ১০ম
বিশ্বকাপে অংশগ্রহণ : ১বার (২০১৫)
বিশ্বকাপে সর্বোচ্চ অর্জন : গ্রুপ পর্ব (২০১৫)
স্কোয়াড : গুলাবাদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটকিপার), নুর আলম জাদরান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আসগর আফগান, হাশমতুল্লাহ শহিদী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবি, রশিদ খান, দৌলত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান, মুজিব-উর-রহমান।

 

ওয়েস্ট ইন্ডিজ

ডাকনাম : উইন্ডিজ
অধিনায়ক : জেসন হোল্ডার
কোচ : ফ্লয়েড রেইফার (বারবাডোজ)
বর্তমান ওয়ানডে র‌্যাঙ্কিং : ৯ম
বিশ্বকাপে অংশগ্রহণ : ১১বার (প্রথম ১৯৭৫)
বিশ্বকাপে সর্বোচ্চ অর্জন : দুই বারের চ্যাম্পিয়ন (১৯৭৫, ১৯৭৯)
স্কোয়াড : জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারন ব্রাভো, কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল, ক্রিস গেইল, শিমরন হেটমায়ার, শেই হোপ (উইকেটরক্ষক), এভিন লুইস, অ্যাশলি নার্স, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), কেমার রোচ, আন্দ্রে রাসেল, ওশান টমাস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ