Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বপ্ন সারথিরা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মে, ২০১৯, ১২:০৫ এএম

ভারত, পাকিস্তান এরপর শ্রীলঙ্কা। দক্ষিণ এশিয়ার তিন দেশই যখন বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়ে গেছে, তখনই বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। ক্রিকেটের আদি ভূমিতেই মেলে টাইগারদের বিশ্বকাপ টিকেট। প্রথম আসরেই বিশ্বকে জাত চেনায় বুলবুল-নান্নুরা। সে ধারায় আজ ওয়ানডে ক্রিকেটে অন্যতম শক্তিধর দল বাংলাদেশ। আবারও সেই ইংল্যান্ডেই প্রস্তুত বিশ্বসেরা মঞ্চ। এই বিশ্বকাপে অভিজ্ঞতায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ। দলে আছেন সিনিয়র এমন পাঁচ ক্রিকেটার যারা প্রত্যেকেই দশ বছরের বেশি আন্তর্জাতিক ক্রিকেটে পার করে দিয়েছেন। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল আর মুশফিকুর রহিম খেলতে যাচ্ছেন চতুর্থ বিশ্বকাপ। মাহমুদউল্লাহ খেলবেন তার তৃতীয় বিশ্বকাপে। এই পঞ্চপা-বই যে বাংলাদেশের বিশ্বকাপ মিশনের মূল চালিকাশক্তি হবেন, তা বহু আগে থেকেই চূড়ান্ত। তবে তরুনরাও যে কম যান না তার প্রমাণও কিন্তু এরই মধ্যে পেয়ে গেছে বিশ্ব! লম্বা সময় ধরে তিলে তিলে গড়া হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল। প্রায় সব জায়গাই ছিল ঠিক করা, উন্মুক্ত ছিল কেবল ব্যাটিং ও বোলিংয়ের ব্যাকআপের দুটি জায়গা। মোসাদ্দেক হোসেন ও আবু জায়েদকে নিয়ে পূর্ণ হয়েছে ১৫ সদস্যের দল। বিশ্বকাপ দল ঘোষণার পর মিনহাজুল আবেদীন নান্নু জানান, এটা বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের সেরা দল। সেই ১৫ জন স্বপ্ন সারথীর খুঁটি-নাটির সঙ্গে এক নজরে দেখে নিন বিশ্বকাপে বাংলাদেশের পথচলার ইতিহাসটাও-


মাশরাফি বিন মুর্তজা, পেসার (অধিনায়ক)
বয়স : ৩৫ বছর
ম্যাচ : ২০৯
রান : ১৭৫২
১০০/৫০ : ০/১
ব্যাটিং গড় : ১৪.০১
সেরা : ৫১*
উইকেট : ২৬৫
বোলিং গড় : ৩১.৬৯
সেরা : ৬/২৬

সাকিব আল হাসান, অলরাউন্ডার
বয়স : ৩২ বছর
ম্যাচ : ১৯৮
রান : ৫৭১৭
১০০/৫০ : ৭/৪২
ব্যাটিং গড় : ৩৫.৭৩
সেরা : ১৩৪*
উইকেট : ২৪৯
বোলিং গড় : ২৯.৬৮ সেরা : ৫/৪৭

তামিম ইকবাল, ওপেনার
বয়স : ৩০ বছর
ম্যাচ : ১৯৩
রান : ৬৬৩৬
১০০/৫০ : ১১/৪৬
ব্যাটিং গড় : ৩৬.২৬
সেরা : ১৫৪

মুশফিকুর রহিম, ব্যাটসম্যান/উইকেটকিপার
বয়স : ৩১ বছর
ম্যাচ : ২০৫
রান : ৫৫৫৮
১০০/৫০ : ৬/৩৩
ব্যাটিং গড় : ৩৪.৯৫
সেরা : ১৪৪

মাহমুদউল্লাহ রিয়াদ, অলরাউন্ডার
বয়স : ৩৩ বছর
ম্যাচ : ১৭৫
রান : ৩৭৫৭
১০০/৫০ : ৩/২০
ব্যাটিং গড় : ৩৪.১৫
সেরা : ১২৮*
উইকেট : ৭৬
বোলিং গড় : ৪৬.০৬
সেরা : ৩/৪

মোহাম্মদ মিঠুন, ব্যাটসম্যান/উইকেটকিপার
বয়স : ২৮ বছর
ম্যাচ : ১৮
রান : ৪২০
১০০/৫০ : ০/৪
ব্যাটিং গড় : ৩২.৩০
সেরা : ৬৩

লিটন দাস, ব্যাটসম্যান/উইকেটকিপার
বয়স : ২৪ বছর
ম্যাচ : ২৮
রান : ৫৮৪
১০০/৫০ : ১/২
ব্যাটিং গড় : ২১.৬২
সেরা : ১২১

সাব্বির রহমান, ব্যাটসম্যান
বয়স : ২৭ বছর
ম্যাচ : ৬১
রান : ১২১৯
১০০/৫০ : ১/৫
ব্যাটিং গড় : ২৫.৮৮
সেরা : ১০২
উইকেট : ৩
বোলিং গড় : ১০৪.৩৩

সৌম্য সরকার, ব্যাটসম্যান
বয়স : ২৬ বছর
ম্যাচ : ৪৪
রান : ১৪৬৭
১০০/৫০ : ২/১০
ব্যাটিং গড় : ৩৬.৬৭
সেরা : ১২৭*
উইকেট : ১
বোলিং গড়: ১২৩.০০

মেহেদী হাসান মিরাজ, অলরাউন্ডার
বয়স : ২১ বছর
ম্যাচ : ২৮
রান : ২৯১
১০০/৫০ : ০/১
ব্যাটিং গড় : ২০.৭৮
সেরা : ৫১
উইকেট : ২৭
বোলিং গড়: ৩৫.০৭
সেরা : ৪/২৯

মোসাদ্দেক হোসেন, অলরাউন্ডার
বয়স : ২৩ বছর
ম্যাচ : ২৬
রান : ৪০৭
১০০/৫০ : ০/২
ব্যাটিং গড় : ৩৩.৯১
সেরা : ৫২*
উইকেট : ১১
বোলিং গড় : ৪৫.০০
সেরা : ৩/১৩

মুস্তাফিজুর রহমান, পেসার
বয়স : ২৩ বছর
ম্যাচ : ৪৬
উইকেট: ৭৭
সেরা : ৬/৪৩
বোলিং গড়: ২১.৭১

রুবেল হোসেন, পেসার
বয়স : ২৯ বছর
ম্যাচ : ৯৭
উইকেট : ১২৩
বোলিং গড় : ৩৩.০০
সেরা : ৬/২৬

মোহাম্মদ সাইফউদ্দিন, অলরাউন্ডার
বয়স : ২২ বছর
ম্যাচ : ১৩
রান : ১৭৫
১০০/৫০ : ০/১
ব্যাটিং গড় : ২৯.১৬
সেরা : ৫০
উইকেট : ১১
বোলিং গড় : ৪৪.৭২
সেরা : ২/৫৩

আবু জায়েদ রাহী, পেসার
বয়স : ২৫ বছর
ম্যাচ : ২
উইকেট : ৫
বোলিং গড় : ২২.৮০
সেরা : ৫/৫৮

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ