Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফিল্ডিং-ই পাকিস্তান দলের বড় সমস্যা’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ৫:৫৪ পিএম

বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেট দলের পুরোনো রোগের কথা মনে করিয়ে দিলেন দলের সাবেক অধিনায়ক ও কোচ ওয়াকার ইউনিস। ‘বিস্ময়কর কিছুই’ পাকিস্তান ক্রিকেটের সৌন্দর্য্য উল্লেখ করে তিনি আরো বলেন, এবারের আসরে তার দল ১৯৯২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ঘটাতে সক্ষম হবে।
আইসিসি ওয়েবসাইটে এক কলামে ওয়াকার লিখেছেন, ‘২৭ বছর আগে পাকিস্তান প্রথমবার আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা জিতেছে। এরপর এবারই মনে হয় আবারো সেটা ঘটতে যাচ্ছে। কেউই কখনো আমাদের সুযোগ করে দেয়নি এবং আমরা আন্ডারডগ হিসেবে টুর্নামেন্টে অংশ নিয়েছি। তবে সুসময় ফিরে এসেছে এবং আমরা সব কিছু অর্জন করেছি, এটাই পাকিস্তান ক্রিকেটের সৌন্দর্য্য।’
তিনি বলেন, ‘যদিও গত দুই মাস সব কিছু আমাদের পক্ষে ছিল না তথাপি পুরো দেশ পাকিস্তান দলের পক্ষে থেকেছে। তারা মনে করে এই দলটি বিশ্বকাপ জিততে পারে। আমরা শুরুটা ভাল করতে পারলে, আপনারা জানেন এই দলটির জাদুকরী কিছু করার ইতিহাস রয়েছে।’
১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলে না থাকা ওয়াকারের মতে তার দলের জন্য একমাত্র দুঃশ্চিন্তার বিষয় হচ্ছে ফিল্ডিং,‘ পাকিস্তান দলের জন্য ইতিবাচক দিক হচ্ছে তারা বড় স্কোর গড়তে শুরু করেছে। তিনশ’র বেশি রান করতে পারে সে প্রমান তারা দিয়েছে এবং ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে আমরা সেটা দেখেছি। তবে আমার মতে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে ফিল্ডিং। ওয়াহাব রিয়াজ ফেরায় এবং মোহাম্মদ আমিরকে পুনর্বহাল করায় বোলিং ঠিক পথেই আছে।’
তিনি আরো বলেন, ‘আমরা জানি এটা আরো ভাল হবে। তবে ফিল্ডাররা যদি তাদের সুযোগ নষ্ট না করে এবং ক্যাচ না ফেলে ও ঠিকমত বল আটকিয়ে অতিরিক্ত ১৫/২০ রান রক্ষা না করতে পারে তাহলে তাদের সমস্যা হতে পারে। ইংল্যান্ডর বিপক্ষে সিরিজে ফিল্ডিং সমস্যা ছিল এবং এটা তাদের আত্মবিশ্বাসে চিড় ধরাতে পারে।’
টুর্নামেন্টে টিকে থাকতে অন্য দলগুলোর ন্যায় পাকিস্তানেরও একটা ভাল শুরু দরকার মনে করছেন ওয়াকার,‘ তারা শুরতেই যদি দুইটা ম্যাচ হেরে যায় তবে তারপর সেখান থেকে ফিরে আসাটা কঠিন হয়ে যাবে। তারা যদি শুরুটা ভাল করে তবে ইংল্যান্ড ও অস্ট্রেরিযার বিপক্ষে সিরিজ পরাজয় মুছে যাবে। তারা বেশ কয়েকটা ম্যাচ হেরেছে এবং মন শক্ত করতে শুরুতেই জয় দরকার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ