Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অস্ট্রেলিয়ায় মুসলিমবিরোধীদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংঘর্ষ

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ইসলামবিরোধী এবং বর্ণবাদবিরোধী দুই সংগঠনের বিক্ষোভ চলাকালে সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সক্রিয় হয়। এ সময় অন্তত ৩০০ বিক্ষোভকারীকে লক্ষ্য করে মরিচের গুঁড়া নিক্ষেপ করেছে পুলিশ। গত শনিবার এই বিক্ষোভ চলাকালে মেলবোর্নের শহরতলির কোবার্গ থেকে সাতজনকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থাগুলোর খবরে বলা হয়েছে। অস্ট্রেলিয়ার পতাকা হাতে নিয়ে অনেক বিক্ষোভকারী সংঘর্ষে জড়িয়ে পড়েন। টিভি ফুটেজে দেখা যায়, অস্ট্রেলিয়ার পতাকা হাতে বিক্ষোভকারীরা প্রতিপক্ষকে পেটাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিচের গুঁড়া নিক্ষেপ করে পুলিশ। একটি ঘটনায় ইসলামবিরোধী সংগঠন ইউনাইটেড প্যাট্রিয়টস ফ্রন্টের একজন সদস্য মাটিতে পড়ে গেলে তাকে বর্ণবাদবিরোধী কর্মীরা একের পর লাথি মারতে থাকে। প্রতিদ্বন্দ্বী দুটি সংগঠনকে বিক্ষোভের অনুমতি দেয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল সাংবাদিকদের বলেন, অস্ট্রেলিয়ার অন্যতম বড় অর্জন হচ্ছে বহু সংস্কৃতি ও বৈচিত্র্য। ইসলামিক স্টেটের উত্থানের পর থেকে অস্ট্রেলিয়ায় মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে হামলার সংখ্যা ক্রমাগতভাবে বেড়েই চলেছে। এর আগে রিক্লেইম অস্ট্রেলিয়া নামে একটি সংগঠন সিডনি, মেলবোর্ন ও কুইন্সল্যান্ডে মুসলিমবিরোধী সমাবেশ ও বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা হাতে ‘হ্যা অস্ট্রেলিয়া, না শরিয়াহ’ ‘ইসলাম নয়, শরিয়াহ নয়, হালাল নয়’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করছিল। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়ায় মুসলিমবিরোধীদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংঘর্ষ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ