Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ায় ঈদের পরদিন থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ৩:৪৭ পিএম

ঈদের পরদিন থেকে বগুড়ায় পরিবহন ধর্মঘটের পূর্ব ঘোষিত কর্মসুচি প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। মঙ্গলবার বেলা ১২টায় সংগঠনের বিশেষ জরুরী সভায় এ ঘোষনা দেয়া হয়। জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সভায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষনা সাধারন সম্পাদক আব্দুল মান্নান আকন্দ। তিনি বলেন, জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির যুগ্ম সম্পাদক, জেলা মোটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র আমিনুল ইসলাম সম্প্রতি হত্যা মামলার আসামী হয়ে কারাগারে গেছেন। কিন্তু তাকে কোন আইনজীবি আইনী সহায়তা দিচ্ছেন না। একারনে ২৩ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসুচি ঘোষনা করা হয়। এ বিষয়ে জেলা বার সমিতির সাথে পরিবহন নেতৃবৃন্দ আলোচনায় বসে জানা গেছে, এড. শাহীন হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামী আমিনুলের জামিন শুনানীতে অংশগ্রহন না করার জন্য কোন সিদ্বান্ত তারা নেয়নি। ব্যক্তিগতভাবে কেউ জামিন শুনানীতে অংশগ্রহন না করে থাকে এ সম্পর্কে তাদের জানা নাই। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং জনদূর্ভোগের কথা চিন্তা করে পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেন পরিবহন নেতৃবৃন্দ। জরুরী সভায় উপস্থিত ছিলেন বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক,বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আব্দুল মান্নান মন্ডল, কামরুল মোর্শেদ আপেল, আলাল উদ্দিন, খলিলুর রহমান, এরশাদ শেখ, মোশারফ হোসেন বুলবুল, আনোয়ার হোসেন রানা, আব্দুল্লাহ আল মামুন মিলু, রাসেল মন্ডল সহ পরিববহন নেতৃবৃন্দ ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ধর্মঘট প্রত্যাহার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ