মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মহাশূণ্যে দীর্ঘ সময় অবস্থানকারী নভোচারীদের জন্য মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা কম খরচে একটি মহাকাশ কেন্দ্র উদ্ভাবন করেছে। এটি স্ফীতাকার ও বেলুনাকৃতির। নাসা’র টিভি জানায়, নভোচারীরা এতে ঠিক বাড়ির মতো নিরাপদে অবস্থান করতে পারবেন। মহাকাশে দীর্ঘ সময় ধরে অবস্থানের জন্য নাসার এটি দ্বিতীয় প্রচেষ্টা। নতুন এই মহাকাশ কেন্দ্রের নকশা এবং এটি তৈরি করেছে বেসরকারি প্রতিষ্ঠান বিগেলো এরোস্পেস। লাস ভেগাসভিত্তিক এই প্রতিষ্ঠানটি এর আগে এ ধরনের দু’টি মহাকাশ কেন্দ্র পরীক্ষামূলকভাবে মহাশূন্যে পাঠিয়েছিলো, যেগুলো গতানুগতিক ধাতবনির্মিত মহাকাশ কেন্দ্রের চেয়ে হালকা এবং কম ব্যয়সাপেক্ষ। নতুন এই মহাকাশযানে নভোচারীদের রেডিয়েশন থেকে রক্ষার সুরক্ষিত ব্যবস্থা থাকবে। নাসা ভাবছে, তিন বছরের মঙ্গল মিশনে তারা এই মহাকাশযান ব্যবহার করবে। নভোচারী জেসিকা মেয়ার বলেন, এটি আমাদের জন্য একটি সুসংবাদ। বিইএএম নামের নভোযানটির মধ্যে বায়ুপূর্ণ আটটি ট্যাঙ্ক রয়েছে, যা একে মহাশূণ্যে ভেসে থাকতে সাহায্য করবে। এর মধ্যে আছে ক্ষুদ্রাকৃতির একটি শোয়ার ঘর। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।