Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির ৩০ টাকার ইফতার আজ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১:৩৫ পিএম

রাজনীতিবিদদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি। মঙ্গলবার (২৮ মে) রাজধানীর লেডিস ক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এ ইফতারে মাথাপিছু ৩০ টাকা বরাদ্দ করা হয়েছে।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের কাছে ইতোমধ্যে ইফতার মাহফিলের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন বিএনপি নেতারা।

বিএনপির ইফতারবিষয়ক কমিটি ইতোমধ্যে এ সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এবারই প্রথম দলটির পক্ষ থেকে এ ধরনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বলা হচ্ছে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় তার ইফতারির বরাদ্দ থাকে ৩০ টাকা। সেটাকে অনুসরণ করেই বিএনপি এ সিদ্ধান্ত নিয়েছে।

চলতি রমজানে ইতোমধ্যে বিএনপির দুটি ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। প্রথমটি প্রথম রোজায় লেডিস ক্লাবে এতিম ও আলেম-ওলামা মাশায়েখদের সম্মানে অপরটি রাজধানীর অভিজাত হোটেলে ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইফতার মাহফিল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ