Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্নাটকের ৫০ হাজার পুলিশের গণছুটির আবেদন

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : এও এক সিপাহি বিদ্রোহ! তবে অহিংস। সিনিয়রদের হেনস্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গণছুটি নিতে চলেছেন ৫০ হাজার পুলিশ কর্মী। যার জেরে রাতারাতি ভেঙে পড়তে পারে ভারতীয় রাজ্য কর্নাটকের প্রশাসনিক ব্যবস্থা। ওই বিদ্রোহী পুলিশ কর্মীরা জানিয়ে দিয়েছেন, সিনিয়র অফিসাররা যখন তখন চূড়ান্ত অপমান করেন। এই অপমান আর সহ্য হচ্ছে না। তাই ৪ জুন গণছুটির সিদ্ধান্ত। শুধু সিনিয়র অফিসারদের বিরুদ্ধেই নয়, বিদ্রোহী পুলিশ কর্মীদের তীব্র ক্ষোভ জমেছে কর্নাটক সরকারের বিরুদ্ধেও। এক বিদ্রোহী পুলিশ কর্মীর কথায়, শৃঙ্খলার নামে সিনিয়ররা দিনের পর দিন অপমান, হেনস্তা করছে। সামান্য বেতন। কোনও দিনও ছুটি দিতে চায় না। এভাবে চাকরি করা যায়? আমরা আর পারছি না। ঘর-সংসার বলে কিছু নেই আমাদের! এই প্রথম ভারতের কোনো রাজ্যন্তরে এহেন বেনজির বিদ্রোহ হতে চলেছে পুলিশে। ইতোমধ্যেই ৫০ হাজার পুলিশ কর্মী ছুটির আবেদন করে দিয়েছেন। এই আবেদনের নাম তারা রেখেছেন হেনস্তা ছুটি। তবে রাজ্য প্রশাসন প্রতি জেলার জেলা শাসককে নির্দেশ দিয়েছে ছুটির আবেদন যেন মঞ্জুর না করা হয়। ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কর্নাটকের ৫০ হাজার পুলিশের গণছুটির আবেদন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ