মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইতিমধ্যে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাসিনো ব্যবসায়ী থেকে অনেকটা আকস্মিকভাবেই রাজনীতিতে পা দিয়েছেন ট্রাম্প। মার্কিন মুল্লুকসহ সারা বিশ্বে তাকে ঘিরে এখন জল্পনা-কল্পনার শেষ নেই। ভক্ত-সমর্থকদের মুখে হাসি ফোটালেও প্রার্থিতা নিশ্চিত করেই ভয় ধরিয়ে দিয়েছেন বিশ্বনেতাদের মনে। আসছে ৮ নভেম্বরের নির্বাচনে যদি প্রেসিডেন্টের চাবিকাঠি চলে যায় ট্রাম্পের হাতে তবে দারুণভাবে বিশ্বকে ভোগাবেন তিনি। সেই ভোগান্তির মাত্রা বিশ্ব অস্থিরতা’র কর্ণধার এবং যুদ্ধবাদী জর্জ বুশকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। গত শনিবার দি ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, যদি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন, তার উচিত হবে বুশকে ধন্যবাদ জানানো। কারণ, তার আগেই বিশ্ব অরাজকতা সৃষ্টির পথ দেখিয়ে গেছেন বুশ। সেই পথ বেয়ে না চললেও তার থেকে ঊর্ধ্বে উঠে বিশ্বকে নাচাবেন ট্রাম্প। প্রাথমিক নির্বাচনের প্রচারণায় তার বিতর্কিত বাচনভঙ্গির সূত্র ধরে এমনটাই আঁচ করছেন বিশ্লেষকরা। এমনকি অনেকেই ট্রাম্পকে বুশ ব্রান্ড-এর প্রোডাক্ট বলেও সম্বোধন করেছেন। বলা হয়েছে, যদি বিশ্বের সবচেয়ে খারাপ মানুষের দিকে চোখ রাখতে বলা হয় তবে অধিকাংশের মনে জর্জ ডব্লিউ বুশের নাম ভেসে উঠবে। বুশকে বিশ্বমঞ্চের খলনায়ক হিসেবেও মূল্যায়ন করেন অনেকে। অসচেতনভাবে হোক আর জেনে-শুনে হোক পৃথিবীটাকে তপ্ত কড়াইয়ে পরিণত করেছেন তিনি। আর অধিকাংশ মার্কিনিও মনে করেন, একরোখা বুশ বিশ্বব্যাপী আমেরিকার ভাবমূর্তি ক্ষুণœ করেছেন। ইকোনমিক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।