Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইয়েলো ভেস্ট আন্দোলনে সহিংসতা, আটক ৩৫০

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

বেলজিয়ামের ব্রাসেলসে ‘ইয়োলো ভেস্ট’ (হলুদ জ্যাকেট) আন্দোলনে কালো হুডি পরে যোগ দেওয়া বিক্ষোভকারীদের আন্দোলন একপর্যায়ে সহিংসতায় রূপ নিলে তিন শতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। বার্তা সংস্থা এপি জানায়, ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনের দিন ‘ইয়োলো ভেস্ট’ বিক্ষোভকারীরা সামাজিক অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে। কিছু বিক্ষোভকারী বিভিন্ন ভবনে হামলা ও পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সহিংসতার সৃষ্টি হয়। পরে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। এদিকে ব্রাসেলস পুলিশের মুখপাত্র ইলস ভ্যান ডি কিরি বলেন, প্রায় ৩৫০ জনকে আটক করা হলেও পরে গতকাল রোববারই তাদের ছেড়ে দেওয়া হয়েছে। গত অক্টোবর থেকে এ আন্দোলন শুরু হয়। সাপ্তাহিক ছুটির দিনে আয়োজিত এসব প্রতিবাদ-বিক্ষোভে ট্যাক্সিচালকদের ব্যবহৃত হলুদ জ্যাকেট পরে প্রতিবাদকারীরা অংশ নেওয়ায় এ আন্দোলনের নাম দেওয়া হয় ‘ইয়োলো ভেস্ট’ আন্দোলন। এ আন্দোলনের নির্দিষ্ট কোনো নেতৃত্ব নেই। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়েলো ভেস্ট আন্দোলন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ