Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বকাপে গ্রুপপর্বে ম্যাচ পরিত্যক্ত-টাই হলে কী হবে?

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মে, ২০১৯, ৩:২৪ পিএম

সন্নিকটে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০১৯। আর মাত্র দুদিন বাকি। এর পরই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে পর্দা উঠবে ক্রিকেটের সর্বোচ্চ আসরের।

একেবারে শেষ মুহূর্তে এসে টুর্নামেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত জানালো আইসিসি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- পয়েন্ট ভাগাভাগির বিষয়টি।

মূলত লিগপর্বের জন্য এ নিয়ম প্রযোজ্য। প্রথম রাউন্ডে কোনো ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে কিংবা টাই হলে কোনো দলই জিতবে না। তাতে ময়দানি লড়াইয়ে যে দলই সুবিধাজনক অবস্থানে থাকুক না কেন?

এখানে কোনো ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে অথবা টাই হলে দুদলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। তবে নকআউট পর্বে তা হলে ফল নির্ধারণে সুপার ওভারে মুখোমুখি হতে হবে তাদের।

এ ছাড়া বৃষ্টি কিংবা অনিবার্য কারণে খেলা বন্ধ হয়ে গেলে থাকছে রিজার্ভ ডের ব্যবস্থা। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য এ নিয়ম প্রযোজ্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ