Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টেকনাফে ১ লাখ পিস ইয়াবাসহ যুবক আটক

টেকনাফ (কক্সবাজার) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ৩:৪৪ পিএম

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হাতিয়ারঘোনা থেকে ১ লাখ ইয়াবাসহ একজনকে আটক করেছে নবগঠিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৫ এর একটি বিশেষ আভিযানিক দল। র‍্যাব ১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ এর নেতৃত্বে এবং ক্রাইম প্রিভেনশন কম্পানি ১, টেকনাফ ক্যাম্পের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানে মাদক ছাড়াও মাদক বিক্রির ৩ লাখ টাকা এবং মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে র‍্যাব।

র‍্যাব ১৫, সিপিসি ১, টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. (নৌবাহিনী) মির্জা শাহেদ মাহতাব জানান, আজ ভোর সাড়ে ৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালায় র‍্যাব ১৫ এর একটি চৌকস দল। এ সময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওইখানে অবস্থানরত একটি সিএনজি এবং মো. আব্দুল আমিন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বাড়ি কক্সবাজারের খুরুশকুল এলাকায় এবং তার বাবার নাম ফজলুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইয়াবাসহ আটক

৪ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ