Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মিয়ানমারকে অবশ্যই ফলাফল দেখাতে হবে : ফিলিপো

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ মে, ২০১৯, ১২:০৩ এএম

জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্রান্দি শুক্রবার বলেছেন যে রোহিঙ্গা উদ্বাস্তুদের প্রত্যাবর্তন বিষয়ে মিয়ানমারকে অবশ্যই ‘ফলাফল’ দেখাতে হবে। ২০১৭ সালে রোহিঙ্গা মুসলমাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর নৃশংস অভিযানের পর প্রথমবারের মতো দেশটির রাখাইন রাজ্য সফর করে এসে গ্রান্দি এ কথা বলেন। রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে বর্বর সামরিক অভিযানের কারণে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে আসে। রোহিঙ্গা শিবিরগুলোতে প্রায় এক মিলিয়ন রোহিঙ্গা ধুকে ধুকে দিন কাটাচ্ছে। জাতিসংঘের তথ্যানুসন্ধানী মিশন রোহিঙ্গা নিধনের জন্য মিয়ানমারের শীর্ষ জেনারেলদের ‘গণহত্যার’ দায়ে অভিযুক্ত করেছে। তাদের বিচারের জন্য প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি)। সফরকালে গ্রান্দি সংঘাত কবলিত রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং টাইউনশিপে গিয়ে রোহিঙ্গা ও জাতিগত রাখাইন বৌদ্ধ উভয় স¤প্রদায়ের সঙ্গে কথা বলেন। পরে তিনি রাজধানী নেপিদোতে যান এবং সেখানে বেসামরিক নেতা অং সান সু চিসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এসব আলোচনা গঠনমূলক হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইয়াঙ্গুনে এএফপিকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমার বার্তা হলো: দ্রæত করুন। কারণ প্রথম বছরে প্রত্যাবাসন বাস্তবায়নের কাজ হয়েছে খুবই ধীর গতি। আমরা ফল দেখতে চাই।’ জনগণকে ফিরে আসতে রাজি করানোর মতো যথেষ্ঠ কিছু করা হয়নি বলে উল্লেখ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। এসএএম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফিলিপো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ