মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভেনিজুয়েলার একটি কারাগারে পুলিশের সাথে কারা বন্দিদের সহিংসতায় কমপক্ষে ২৯ জন কয়েদি নিহত হয়েছেন। শুক্রবারের এ সহিংসতায় অন্তত ২০ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। একটি মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি। ভেনিজুয়েলার কারাগার পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, অ্যাকারিগুয়া শহরে অবস্থিত কারাগারটির ধারণক্ষমতা ২৫০ জন। কিন্তু স¤প্রতি সেখানে ৫৪০ জন কয়েদিকে রাখা হয়েছিল। তবে তাৎক্ষনিকভাবে সহিংসতার কারণ জানা যায়নি। এ সহিংসতায় গ্রেনেড বিস্ফোরণের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। দেশটির কারা মন্ত্রণালয় বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ওই কারাগারটি তাদের আওতার বাইরে। এ ঘটনায় তাদের আর কোনো মন্তব্য পাওয়া যায়নি। সা¤প্রতিক বছরগুলোতে ভেনিজুয়েলার কারাগারে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। গত বছরের মার্চে একটি কারাগারে সহিংসতায় ৬৮ জনের মৃত্যু হয়। এর আগের বছর ২০১৭ সালের আগস্টে দক্ষিণ ভেনিজুয়েলার একটি কারাগারে দাঙ্গা ছড়িয়ে পড়লে অন্তত ৩৭ জন নিহত হন। আকারিগুয়া থানা কারাগারে থাকা কারাবন্দিদের নেতার হাতে গত বৃহস্পতিবার জিম্মি হওয়া দর্শকদের উদ্ধারে পুলিশ অভিযান শুরু করলে সেখানে এ ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হয়। এএফপি, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।