Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনার জয়ে মেসির চোট!

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ক্লাবের ব্যস্ততা শেষে ফুটবল এখন আন্তর্জাতিক জগতে। জাতীয় দলের হয়ে নিজেদের টিউনিং ঠিক করে নিচ্ছেন ক্লাবে একে অন্যের প্রতিপক্ষ হয়ে খেলা ফুটবলাররা। যেখানে স্বস্তি ফেরার কথা, ঠিক তার উল্টো খবরই ভাসছে আর্জেন্টিনা ফুটবলের আকাশে। পরিষ্কার ঝলমলে এক সন্ধ্যায় দলের সবচাইতে বড় তারকা লিওনেল মেসির চোটের খবরে প্রীতি ম্যাচের জয়ের আকাশে কালো মেঘ। কোপা আমেরিকার আগে গঞ্জালো হিগুয়েইনের দুর্দান্ত এক গোলে হন্ডুরাসকে হারিয়েছে আর্জেন্টিনা। তবে একমাত্র গোলের এই জয়ের মাঝেই আর্জেন্টিনা দলের জন্য দুশ্চিন্তা হয়ে এসেছে মেসির চোটে পড়া। আর্জেন্টিনা ফ্টুবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, চোটের অবস্থা সম্পর্কে জানতে মেসিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, ‘মেসি পিঠের নিচের দিকে ও একই জায়গার পাঁজরে ব্যথা পেয়েছেন। স্থানীয় হাসপাতালে তার পরীক্ষা করা হয়।’ আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো ম্যাচ শেষে জানান, মেসির পিঠের নিচের দিকে মারাত্মক গুঁতো লেগেছে।

পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ানে হওয়া ম্যাচের ৬৪তম মিনিটে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের ধাক্কায় মাটিতে পড়ে যাওয়ার সময় পিঠে আরেক খেলোয়াড়ের হাঁটুর আঘাত লাগে তার। টিভি ক্যামেরায় দেখা গেছে ট্রেইনাররা মাঠে পড়ে থাকা মেসির পিঠের নিচের দিকে শুশ্রূষা করছেন। বেশ কয়েক মিনিট পরিচর্যা শেষে যন্ত্রণাকাতর মুখে ধীরে ধীরে মাঠ ছাড়েন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার। পরে তাকে পরীক্ষা করাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাঠ ছাড়ার আগে আর্জেন্টিনার কয়েকটি আক্রমণ আসে মেসির পা থেকে। ২৪তম মিনিটে বাঁয়ে অ্যাঞ্জেল ডি মারিয়াকে দুর্দান্ত একটি পাস দিয়েছিলেন তিনি। ক্রসবারের অনেক উপর দিয়ে মেরে সুযোগটা নষ্ট করেন তারকা। কোপা আমেরিকার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচের এই জয়ে শিরোপা-খরা কাটানোর জন্য কিছুটা আত্মবিশ্বাস যোগাড় করে নিল আর্জেন্টিনা। তবে দলে আত্মবিশ্বাসের চেয়ে মেসির চোট নিয়ে শঙ্কাটা বেশি থাকার কথা।
যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকার শতবর্ষী আসরে আগামী ৬ জুন বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ‘ডি’ গ্রæপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পানামা ও বলিভিয়া।
স্বস্তির খবর নেই চিলির জন্যও। গত বছর আর্জেন্টিনাকে হারিয়ে কোপার শিরোপা ঘরে তুলেছিল চিলি। এক বছর পর কোপা আমেরিকা প্রতিযোগিতার শতবর্ষ উদ্যাপন উপলক্ষে আয়োজিত বিশেষ আসরের আগে সেই চিলিকেই বড় ধরনের ধাক্কা দিল জ্যামাইকা। ভিনা দেল মারে এক প্রীতিম্যাচে জ্যামাইকার কাছে ২-১ গোলে হেরেছে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা। হোক না প্রীতিম্যাচ, জ্যামাইকার কাছে হার চিলির জন্য একটা সতর্কবার্তা হয়ে থাকবে সন্দেহ নেই। চিলিকে চ্যাম্পিয়ন বানানো আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলিও কিন্তু নেই। কোপা আমেরিকার শতবর্ষী আসর শুরুর আগে আগামী বুধবার মেক্সিকোর বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলবে চিলি।
তবে জিতেছে মেসিদের আরেক ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজের দেশ। ত্রিনিদাদ ও টোবাগোকে ৩-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিয়েছে উরুগুয়ে। যদিও চোটের কারণে এই ম্যাচ খেলেননি লা লিগার শীর্ষ গোলদাতা।
এদিকে, পাঁচ দিনের ব্যবধানে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইংল্যান্ড। মার্কাস র‌্যাশফোর্ডের ইতিহাস গড়া ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে অভিষেকে গোল করেন র‌্যাশফোর্ড, এ দিন তার বয়স ছিল ১৮ বছর ২০৮ দিন। ইংল্যান্ডের অন্য গোলটি করেন ওয়েইন রুনি। দিনের অন্য ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল বিশ্বকাপের তৃতীয় হওয়া নেদারল্যান্ডস। আরেক ম্যাচে মাল্টাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্র।

এক নজরে ফল
আর্জেন্টিনা ১-০ হন্ডুরাস
ইংল্যান্ড ২-১ অস্ট্রেলিয়া
উরুগুয়ে ৩-১ ত্রিনিদাদ টোবাগো
আয়ারল্যান্ড ১-১ নেদারল্যান্ডস
মাল্টা ৬-০ চেক প্রজাতন্ত্র
জ্যামাইকা ২-১ চিলি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনার জয়ে মেসির চোট!
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ