বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া ও ফিটকিরি দিয়ে মুড়ি বানানোর অপরাধে সিরাজগঞ্জ সদর উপজেলায় ‘মা’ মুড়ি ও চিড়ার মিলের মালিককে ২৫হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়ায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ‘মা’ মুড়ি ও চিড়ার মিলে অভিযান চালানো হয়। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর ইউরিয়া ও ফিটকিরি মিশিয়ে মুড়ি তৈরী করতে দেখতে পান আদালত। এ ছাড়া পরিবেশ, ফায়ার সার্ভিস, কলখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সনদপত্র না থাকা এবং মুড়ির প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় ‘মা’ মুড়ি ও চিড়া মিলের মালিক আব্দুর রশিদের নামে মামলা দিয়ে তাৎক্ষণিক ২৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন- পৌর সহকারী ভূমি কর্মকর্তা নজরুল ইসলাম, বনবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা খন্দকার তারিকুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।