বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিরাজগঞ্জের তাড়াশে আগুনে পুড়ে একটি বাড়ির দুটি ঘর, আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, ২টি গরু, ৫টি ছাগল, হাঁস-মুরগি, ধান ও নগদ টাকাসহ প্রায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের লাউশন গ্রামে মৃত হাবিবুর রহমানের ছেলে আব্দুল মোনাফের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতে বিদ্যুৎ শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে স্থানীয়রা প্রায় ২ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ততক্ষণে দুটি ঘর, ঘরে থাকা আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র, ২টি গরু, ৫টি ছাগল, হাঁস-মুরগি, ধান ও নগদ টাকা পুড়ে ছাই হয়ে যায়।
তাদের অভিযোগ, ২০১৫সালে তাড়াশে ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মিত হলেও তা আজো চালু হয়নি। ফায়ার সার্ভিসটি চালু থাকলে দ্রুত আগুন নিভানো সম্ভব হতো। দ্রুত ফায়ার সার্ভিসের কার্যক্রম চালুর জোর দাবি জানিয়েছেন তারা।
এদিকে, অগ্নিকান্ডের খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থল প্রদর্শন করেছেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, বারুহাস ইউপি চেয়ারম্যান মোক্তার হোসেন মুক্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।