Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউরোপিয়ান ইসলাম গঠনে পরামর্শ দুই জার্মান দুই রাজনীতিবিদের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৪ মে, ২০১৯, ৫:২৪ পিএম

ইসলামকে ইউরোপের সংস্কৃতির অংশ হিসেবে গড়ে তুলতে ‘ইউরোপিয়ান ইসলাম’ গঠনের দাবি জানিয়েছেন জার্মানির দুই বিশিষ্ট রাজনীতিবিদ৷ স্থানীয় সংবাদমাধ্যম রাইনিশে পোস্টে প্রকাশিত এক প্রবন্ধে এ দাবি জানান তারা৷

‘আমাদেরকে ইউরোপীয় ইসলাম গঠনের বিষয়ে মনোযোগী হতে হবে।’ শিরোনামে প্রবন্ধটি লিখেছেন জার্মানির স্বাস্থ্য মন্ত্রী ইয়েন্স স্পান এবং শ্লেসভিগ-হোলস্টাইন রাজ্যের প্রধানমন্ত্রী ডানিয়েল গ্যুন্টার৷ প্রবন্ধটিতে এ দুই রাজনীতিবিদ বলেন, ইউরোপে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা প্রয়োজন৷ ‘প্রগতিশীল ইসলাম’ গঠনের বিষয়ে জোর দিয়ে তারা মত প্রকাশ করেন, ইউরোপের সমাজ-সংস্কৃতিতে অন্তর্ভুক্তির জন্য একটি ‘প্রগতিশীল’ ধারার ইসলাম প্রতিষ্ঠা প্রয়োজন৷

জার্মানির এ দুই প্রভাবশালী রাজনীতিবিদ বলেন, ‘প্রতিক্রিয়াশীল, নারীবিদ্বেষী ইসলামকে মেনে নেয়ার পরিবর্তে আমাদেরকে ইউরোপের ঢংয়ের ইসলামের বিকাশকে ত্বরান্বিত করা উচিত৷ ইউরোপিয়ান ধারার ইসলামের বিষয়টিকে ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেন, এটি ইউরোপের মূল্যবোধ ও স্বাধীনতার বিষয়টিকে ধারণ করবে৷ 

বৃহস্পতিবার প্রকাশিত প্রবন্ধে ইউরোপের জীবন ব্যবস্থা, সংস্কৃতি, জীবনমান, ইউরোপের সমাজে অন্য সংস্কৃতিকে অন্তর্ভুক্তিকরণসহ নানা বিষয়ে আলোচনা করেন তারা৷ ইউরোপে মুসলিম মেয়েদের বোরকা পরার বিষয়ে তারা বলেন, ‘মেয়েদের বোরকা পরে স্কুল-কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে আসার বিষয়টিকে আমাদের থামানো উচিত৷’ 

প্রবন্ধে শরণার্থীদের আশ্রয় দেয়ার বিষয়টিও উল্লেখ করেছেন তারা৷ একটি সুন্দর সমাজ গঠনের জন্য সকলের ‘অন্তর্ভুক্তিকরণ’ খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে এ দুই রাজনীতিবিদ বলেন, শরণার্থীদের প্রত্যাবসনের বিষয়টি ঠিক মতো করা না গেলে এটি স্থানীয়দের জীবন যাপনের উপর বোঝা হয়ে দাঁড়ায়৷

উল্লেখ্য, এই দুই রাজনীতিবিদ ক্ষমতাসীন দল সিডিইউর সদস্য৷ তবে ইয়েন্স স্পান নিজ দলে রক্ষণশীল হিসেবে পরিচিত আর ডানিয়েল গ্যুন্টারের উদারপন্থি রাজনীতিবিদ হিসেবে পরিচিতি আছে৷ সূত্র: ডয়েচ ভেলে।



 

Show all comments
  • muslim ২৬ মে, ২০১৯, ১১:৫৮ এএম says : 0
    These idiots wants to change Islamic system lol.
    Total Reply(0) Reply
  • JESMIN ANOWARA ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১:৪৮ এএম says : 0
    you are foolish. remove iblisshaitan from head , then think about Islam
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইউরোপিয়ান ইসলাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ