Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকায় এশিয়ান সিটিজ দাবা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ৯:৩৫ পিএম

ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান সিটিজ দাবা টিম চ্যাম্পিয়নশিপ। ৫৪টি দেশের গ্র্যান্ডমাস্টাররা অংশ নেবেন এই টুর্নামেন্টে। আসতে পারেন নরওয়ের সুপার গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন। আমন্ত্রণ জানানো হবে ভারতের গ্র্যান্ডমাস্টার আনন্দকেও। আগামী ৯ থেকে ১৮ জুলাই ঢাকায় বসছে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৭০ লাখ টাকা। যদিও এশিয়ান দাবা ফেডারেশন মাত্র ২৫ হাজার মার্কিন ডলার দিচ্ছে। বাকি খরচ পৃষ্ঠপোষকের মাধ্যমে যোগার করবে বাংলাদেশ দাবা ফেডারেশন। বৃহস্পতিবার এমন তথ্যই জানান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম। তার কথায়, ‘প্রথমবারের মতো ঢাকায় গ্র্যান্ডমাস্টারদের মিলনমেলা ঘটাতে যাচ্ছি আমরা। বিশ্ব দাবাড়–দের বড় আসর হবে এটি।’ এক সময় এশিয়ান সিটিজ দাবা হতো দুবাইয়ে। একে বলা হতো দুবাই কাপ দাবা চ্যাম্পিয়নশিপ। ১৯৯৯ সালে ঢাকা সিটিজ টিম নামে ওই টুর্নামেন্টে একবার অংশ নিয়েছিল বাংলাদেশ। তবে বেশ ক’বছর এটি বিভিন্ন দেশের অনুষ্ঠিত হচ্ছে। সেই সুযোগে বাংলাদেশও পেল তাদের তৃতীয় আন্তর্জাতিক দাবার বড় কোন আসর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ান সিটিজ দাবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ