Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বর্ণের জুতো পরে বিশ্বকাপে কোহলি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ৬:৪০ পিএম

ব্যাট হাতে বিরাট কোহলি মাঠে মানেই অন্য রকম এক উন্মাদনা। ৩০ মে থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপেও কোহলিকে নিয়ে রয়েছে ভক্তদের আলাদা রোমাঞ্চ। কিন্তু স্বয়ং কোহলি রোমাঞ্চিত হয়ে আছেন বিশেষ এক কারণে।

বিশ্বকাপ ও প্রস্তুতি ম্যাচ খেলতে এরই মধ্যে ইংল্যান্ডে পা রেখেছে কোহলি ও তার দল। দল নিয়ে ইংল্যান্ড পৌঁছেই এক ভিডিও বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক। এর আগেও দুটি বিশ্বকাপ খেললেও এবারই প্রথমবার অধিনায়ক হিসেবে মাঠে নামবেন কোহলি। আর তাকে সম্মান জানাতেই বিখ্যাত ক্রীড়া সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান পুমার কাছ থেকে বিশেষ জুতা উপহার হিসেবে হাতে পেয়েছেন কোহলি।

ভারতীয় অধিনায়কের জন্য বিশেষভাবে জুতা তৈরি করেছে পুমা। এ জুতার নাম দেয়া হয়েছে গোল্ড স্পাইক এডিশন। এ ধরণের জুতা সর্ব সাকুল্যে মাত্র ১৫০ জোড়া প্রস্তুত করেছে পুমা।

তবে শুধু নামেই গোল্ড নয়, এই জুতায় আসলেই স্বর্ণের প্রলেপ দেওয়া রয়েছে। এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে স্বর্ণের জুতা পরে খেলতে নামবেন কোনো খেলোয়াড়।

সাদা রঙের মধ্যে সোনালি ডিজাইনের এ জুতা হাতে পেয়ে বেশ উচ্ছ্বসিত কোহলি। এক ভিডিওবার্তায় ভারতীয় অধিনায়ক বলেন, ‘এবারই প্রথমবারের মতো স্বর্ণের জুতা বানিয়েছে পুমা। মূলত বিশ্বকাপের জন্যই এটি বানানো হয়েছে এবং এবারই প্রথমবারের মতো ক্রিকেট মাঠে স্বর্ণের জুতা দেখতে পাবেন সবাই। আমি খুবই রোমাঞ্চিত। কারণ মাত্র ১৫০ জোড়া বানানো হয়েছে এ জুতা। যে কারণে আমার জন্য বানানো এ জুতা পরার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি আমি। আশা করি এ জুতা আমার জন্য, দলের জন্য সৌভাগ্য বয়ে আনবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ