বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সিলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (২৩ মে) নগরের দরগা মহল্লায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের ১ টি দল। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসানের নেতৃত্বে অভিযানকালে ৩টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানের মধ্যে বালুচরি ডেইলি শপকে হাইকোর্টেও নিষিদ্ধ পণ্য রাখার দায়ে ১৫ হাজার টাকা, একই দায়ে আল জায়ফর জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকা এবং রানা এন্টারপ্রাইজকে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোল্লা সল্ট, সান চিপস মেয়াদ উত্তীর্ণ থাকায় তা ধ্বংস করা হয়।
অভিযানকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর স্নিগ্ধেন্দু সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।