Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৬০,০০০ ভোটে এগিয়ে বাবুল বাবুল সুপ্রিয়, শংকায় মুনমুনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ মে, ২০১৯, ১:২১ পিএম

গণনার শুরুতে আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেনকে পিছনে ফেলে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়৷ এক্সিট পোলে যখন মুনমুনকে সম্ভাব্য জয়ী বলা হয়েছিল, তখনই বাবুল বলেছিলেন এটা ‘গলতি সে মিসটেক’, জিতবেন তিনিই। আপাতত ৫০,০০০-এ বেশি ভোটে এগিয়ে বাবুল।

এদিকে, সকাল সকাল নিজের কেন্দ্রে পৌঁছে গিয়েছেন মুনমুন সেন৷ বুথে বুথে ঘুরে দেখছেন তিনি৷

তার মাঝখানে তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘‘ফলাফল বিষয়ে আমি জানি না৷ তবে এটা জানি আমি জিতব৷’’ কত ভোটে জিতবেন এই প্রশ্নের উত্তরে তৃণমূল প্রার্থী বলেন, ‘‘কতটা জিতব আমি জানি না৷ তবে আমি জিতছি এটা জানি৷’’ দিদি কতটা টেনশন হচ্ছে এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘না, কিন্তু বুকটা একটু ধড়ফড় করছে৷’’

বুথ ফেরত সমীক্ষার সার্বিক ফলাফলে তাঁর বিশ্বাস নেই৷ অথচ তাঁর নির্বাচনী কেন্দ্র আসানসোলের বুথ ফেরত সমীক্ষায় তাঁর একশো ভাগ ভরসা রয়েছে৷ এমনটাই জানিয়েছিলেন সুচিত্রা কন্যা তথা আসানসোলের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন সেন৷

মুনমুন সেনের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়ও তাঁর জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলেন৷ বুথ ফেরৎ সমীক্ষা দেখেই তিনি ট্যুইট করে বলেছেন, এবিপি-এসি নিয়েলসেনের এটা ‘গলতি সে মিসটেক’৷ তিনি জিতছেন৷ মুনমুন প্রথম থেকেই বলে এসেছেন বাবুলকে তিনি চ্যালেঞ্জ হিসেবেই মনে করেন না। কিন্তু ট্রেন্ড দেখেই স্পষ্ট যে ঠিক কতটা চ্যালেঞ্জ ছিলেন বাবুল।

ভোটের আবহে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন মুনমুন৷ যেমন আসানসোলের ভোটে বিক্ষিপ্ত অশান্তি নিয়ে তাঁর বক্তব্য ছিল, তিনি কিছুই জানেন না৷ কারণ দেরিতে বেড-টি আসায় ঘুম ভাঙতে তাঁর দেরি হয়েছে৷ আবার তৃণমূল-বিজেপি সংঘর্ষে বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে ‘ছোট্ট ঘটনা’ বলেছেন৷



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারতের নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ