Inqilab Logo

সোমবার, ১৩ মে ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১, ০৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ইরাকের ফাল্লুজা থেকে পালিয়েছে শত শত বেসামরিক নাগরিক

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরাকের
ফাল্লুজা নগরীতে নিরাপত্তা বাহিনীর যুগপৎ অভিযানের প্রেক্ষাপটে গত শুক্রবার শত শত মানুষ এলাকা ছেড়ে পালিয়েছেন। অপরদিকে সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) গুরুত্বপূর্ণ অপর একটি ঘাঁটিতে অভিযান জোরদার করা হয়েছে। ফাল্লুজা নগরীতে কমপক্ষে ৫০ হাজার বেসামরিক লোক এখনও আটকা পড়ে রয়েছে। তবে আলেপ্পোর কাছে আইএসের বিস্তারের ফলে তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আটকে পড়া মানুষের সংখ্যা দ্বিগুণ। মার্কিন নেততৃত্বাধীন জোট ফাল্লুজা এলাকার আইএসের এক গুরুত্বপূর্ণ কমান্ডারকে হত্যার দাবি করেছে। তবে কখন তাকে হত্যা করা হয়েছে তা স্পষ্ট নয়। জোটের মুখপাত্র স্টিভ ওয়ারেন বলেন, ফাল্লুজায় আইএসের কমান্ডার মাহের আল-বিলাবিসহ ৭০-এর বেশি শত্রু যোদ্ধাকে হত্যা করা হয়েছে। ওয়ারেন বলেন, দুই দিন আগে আইএস কমান্ডার নিহত হয়েছেন। তবে এক ইরাকি কর্মকর্তা ও এক স্থানীয় কর্মকর্তা গত সপ্তাহে তার মৃত্যুর খবর জানিয়েছিলেন। হাজার হাজার ইরাকি সৈন্য ফাল্লুজা পুনর্দখল করে নিতে গত ২২-২৩ মে অভিযান শুরু করে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের ইরাকি পরিচালক নসর মুফলাহি বলেন, ফাল্লুজার পরিস্থিতি দিনে দিনে গুরুতর হচ্ছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরাকের ফাল্লুজা থেকে পালিয়েছে শত শত বেসামরিক নাগরিক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ