Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

র-এর অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে আফগান গোয়েন্দা সংস্থা : সরফরাজ বুগতি

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আফগান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বেলুচিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। তিনি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে সম্প্রতি ছয় আফগান গুপ্তচরকে আটক করা হয়। এ ঘটনায় আফগানিস্তানের কঠোর সমালোচনা করেন তিনি। ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সরফরাজ বুগতি বলেন, প্রতিটি বোমা হামলার জন্য এই গুপ্তচরদের ৮০ হাজার রুপি এবং প্রতিটি সুনির্দিষ্ট হত্যাকা- বা টার্গেট কিলিংয়ের জন্য আড়াই লাখ রুপি করে দেওয়া হয়। গত বৃহস্পতিবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। বুগতি বলেন, আটককৃত গুপ্তচরদের বেলুচিস্তানের পিশিন এলাকা থেকে ধরে আনা হয়েছে। তারা টার্গেট কিলিংসহ নাশকতামূলক তৎপরতার সাথে জড়িত ছিলেন অভিযোগ করা হয়। তিনি বলেন, পাকিস্তানের অভ্যন্তরে এনডিএ গুপ্তচরদের তৎপরতা পরিচালনার দায়িত্ব এক অবসরপ্রাপ্ত আফগান জেনারেলসহ তিন জেনারেলের ওপর ন্যস্ত রয়েছে। এরা হলেন, জেনারেল নাঈম বালুচ, জেনারেল মোমিন এবং অবসরপ্রাপ্ত জেনারেল মালিক। এর আগে গত মার্চে বেলুচিস্তান থেকে কুলভূষণ যাদব নামে র-এর এক গুপ্তচরকে গ্রেফতারের দাবি করেছিল পাকিস্তান। উল্লেখ্য, পাকিস্তানের সীমান্তবর্তী মুসলিম দেশ হওয়া সত্ত্বেও আফগানিস্তানে ভারতের প্রভাব দ্রুত গতিতে বাড়ছে। এই নিয়ে পাকিস্তান অসন্তোষ প্রকাশ করা হলেও কাবুল সরকারের পক্ষ থেকে এর প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে না। তারা বরং আফগানিস্তানের অভ্যন্তরে তালিবান হামলার জন্য অনেক সময় পাকিস্তানকে দায়ী করে থাকে। এর ফলে উভয় দেশের মধ্যে সম্পর্কে তিক্ততা বৃদ্ধি পাচ্ছে। এবং এই সুযোগ কাজে লাগিয়ে ভারত কাবুলের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে চলেছে। সূত্র : ডন, ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র-এর অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে আফগান গোয়েন্দা সংস্থা : সরফরাজ বুগতি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ