Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোসাক ফনসেকার তিনটি কার্যালয় বন্ধের সিদ্ধান্ত

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পানামা পেপার প্রকাশকারী আইনি প্রতিষ্ঠান মোসাক ফনসেকা ব্রিটিশ অঞ্চলের তিনটি কার্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জার্সি, ইসল অব ম্যান এবং জিব্রালটার অঞ্চলের কার্যালয়গুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ব্যবসায়িক কারণেই মূলত এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে অন্যান্য মক্কেলদের সঙ্গে তাদের কার্যক্রম অপরিবর্তিত থাকবে। অত্যন্ত পরিতাপের সঙ্গে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ। কেননা, ২০ বছরেরও বেশি সময় ধরে এই অঞ্চলে কাজ করে আসছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, এই সিদ্ধান্ত ব্যবসায়িক কৌশলেরই অংশ। প্রসঙ্গত, এ বছর এপ্রিলে পানামা পেপার ফাঁস করে বিশ্বজুড়ে হইচই ফেলে দেয় মোসাক ফনসেকা। সে সময় মোসাক ফনসেকার প্রধান কার্যালয়ে অভিযানও চালায় পুলিশ। এ বছর ১২ এপ্রিল পুলিশের এ অভিযানের বিষয়টি নিশ্চিত করে পানামা সিটি’র প্রসিকিউটর। তবে কোনও ধরনের বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে অভিযান শেষ হয় বলে জানা যায়। উল্লেখ্য যে, এ বছর ৩ এপ্রিল দুনিয়ার প্রভাবশালী রাষ্ট্র ও সরকারপ্রধান এবং রাঘববোয়ালদের আর্থিক কেলেঙ্কারির তথ্য ফাঁস করে সাড়া ফেলে দেয় আলোচিত পানামা পেপারস। তবে মোসাক ফনসেকার পক্ষ থেকে দাবি করা হয়, তারা হ্যাকিংয়ের শিকার হয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার কারণে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ক্ষমতা থেকে ছিটকে পড়েন এবং সমালোচনার মুখে পড়েন। মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস করা হয়। ফাঁস হওয়া নথিতে বিশেষ কিছু কর রেয়াত অঞ্চলের সুবিধা ব্যবহার করে বিভিন্ন দেশের রাষ্ট্র, সরকারপ্রধানসহ ক্ষমতাধর ব্যক্তি বা তাদের আত্মীয়-বন্ধুদের অর্থ পাচারের প্রমাণ উঠে এসেছে। মোসাক ফনসেকা অন্যায়ের বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি, তারা হ্যাকিংয়ের শিকার। আর তথ্যগুলো ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। নথি ফাঁসের পরপরই পানামা সরকার তদন্তের ঘোষণা দেয়। দ্য গার্ডিয়ান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোসাক ফনসেকার তিনটি কার্যালয় বন্ধের সিদ্ধান্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ