Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এরিস্টটলের সমাধির সন্ধান

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মৃত্যুর দু’ হাজার চারশো বছর পর অবশেষে এরিস্টটলের সমাধির খোঁজ পাওয়া গেছে। প্রাচীন গ্রিসের স্টেগিরায় বিশ বছর ধরে খননকাজ চালানোর পর প্রতœতত্ত্ববিদরা এমনটি দাবি করেছেন। এরিস্টটলকে বলা হয় মানব ইতিহাসের প্রথম সত্যিকার বিজ্ঞানী। খ্রিস্টপূর্ব ৩৮৪ সালে স্টেগিরায় তার জন্ম। কিন্তু তিনি মারা যান অন্য একটি শহরে। এথেন্স থেকে ৫০ মাইল দূরে ওই শহরটির নাম চেলসিস। মনে করা হয়, মারা যাওয়র পর তার মৃতদেহ স্টেগিরায় নিয়ে যাওয়া হয়। প্রতœতত্ত্ববিদরা বলছেন, তার সমাধি ক্ষেত্রটি ৩২ ফুট লম্বা ও এর মেঝে মার্বেল পাথর দিয়ে বাধানো। সমাধিটি খুব তাড়াহুড়া কওে বানানো হয়েছিলো এবং পওে তার সৌন্দর্য বর্ধন করা হয়। কয়েক বছর পর বাইজানটাইনরা তার সমাধিটি ধ্বংস করে। তারা এর উপর একটি টাওয়ার নির্মাণ করে। এরিস্টটল প্লেটো ও মহামতি আলেক্সান্ডারের শিক্ষক ছিলেন। মনে করা হয়, তিনি দুশো’রও বেশি গ্রন্থ রচনা করেছিলেন। ফক্স নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এরিস্টটলের সমাধির সন্ধান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ