Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আর্জেন্টিনার সাবেক সামরিক শাসকের কারাদন্ড

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আর্জেন্টিনার সাবেক সামরিক শাসক রেয়ানালদো বিগনোনকে ২০ বছরের কারাদ-ে দ-িত করেছে দেশটির এক আদালত। বিচারে অপারেশন কনডর-এর মাধ্যমে বাম সমর্থিত দলের সদস্যদের গুম ও হত্যার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার পর সাবেক ওই স্বৈরশাসককে এই সাজা দেয়া হয়। গত তিন বছর ধরে বিচার কার্যক্রম চলার পর গত শুক্রবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ারের একটি আদালত বিগনোনে এবং আরো ১৪ সামরিক কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেন। অপারেশন কনডর পরিচালিত হয়েছিল গত শতাব্দীর ৭০ দশকে। ওই সময় দেশ থেকে পালানো ভিন্নমতাবলম্বীদের খুঁজে বের করা ও হত্যা করতে ষড়যন্ত্র করেছিল আর্জেন্টিনা, উরুগুয়ে, ব্রাজিল, চিলি. প্যারাগুয়ে ও বলিভিয়ার সামরিক ও একনায়ক শাসকরা। বিশেষ করে, নতুন শত্রু মার্কসবাদী ভাবাদর্শ ছড়িয়ে পড়ার বিরুদ্ধে লড়াই করতে তারা জোট বাঁধে। গোপনে পরিচালিত এই অভিযানের মাধ্যমে ৩০ হাজারেরও বেশি লোককে গুম ও হত্যা করা হয়েছিল বলে বিবিসি জানিয়েছে। মানবতাবিরোধী অপারেশন কনডরের অভিযান শুরু হয়েছিল ১৯৭৫ সালে। গত শুক্রবার ওই একই অপরাধে উরুগুয়ের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল মানুয়েল কোরডেরোকেও ২৫ বছরের কারাদ- দিয়েছে আদালত। তিনি হচ্ছেন একমাত্র অ-আর্জেন্টাইন যাকে একই অপরাধে শাস্তি দেয়া হল। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আর্জেন্টিনার সাবেক সামরিক শাসকের কারাদন্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ