Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলে ৩০ জন মিলে ধর্ষণ করেছে এক তরুণীকে

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলে এক তরুণীকে ধর্ষণ করেছে ৩০ ব্যক্তি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে গণধর্ষণের ভিডিও ও ছবি পোস্ট করা হয়। সম্প্রতি ব্রাজিলের সমুদ্রতীরবর্তী অন্যতম বড় শহর রিও ডি জেনিরোর এ ঘটনায় অভিযুক্তদের খুঁজছে দেশটির পুলিশ। বিবিসি জানায়, গত শনিবার ধর্ষণের শিকার তরুণী ছেলেবন্ধুর বাড়িতে গিয়েছিল। পরে সে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে অনেক ব্যক্তির মধ্যে নিজেকে আবিষ্কার করে ওই তরুণী। ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোয় বিভিন্নভাবে ঘটনার বর্ণনা দেওয়া হয়। তবে পুলিশের কাছে দেওয়া তরুণীর বর্ণনা অনুযায়ী, রিও ডি জেনিরোর এক গরিব এলাকায় বন্ধুর বাড়িতে গিয়েছিল সে। সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে। রোববার সকালে জ্ঞান ফিরে পেয়ে নিজেকে নগ্ন দেখতে পায় তরুণী। ওই সময় তাঁর শরীরে আঘাতের চিহ্নও ছিল। পরে নিজের বাড়ি ফিরে যায় সে। কয়েক দিন পরই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে কয়েক ধর্ষক ভিডিও ও ছবি প্রকাশ করে। এক টুইটার অ্যাকাউন্টে ৪০ সেকেন্ডের গণধর্ষণের ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে অনেক নারীবিদ্বেষী মন্তব্য দেখা যায়। পরে টুইটার কর্তৃপক্ষ অ্যাকাউন্টটি বন্ধ করে দেয়। পুলিশ জানিয়েছে, ছেলেবন্ধুসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আর জাতিসংঘের পক্ষ থেকে এক বিবৃতিতে ঘটনার পূর্ণ তদন্তের দাবি জানানো হয়। তরণীকে গণধর্ষণ ও ভিডিও পোস্টের ঘটনায় এর বিরুদ্ধে ফেসবুকে অনলাইন আন্দোলন শুরু হয়েছে। এ আন্দোলনে
নাম দেওয়া হয়েছে ব্রাজিলে ধর্ষণের সংস্কৃতি। এ অনলাইন আন্দোলনকারী শিগগিরই রাস্তায় বিক্ষোভের ঘোষণা দিয়েছে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিলে ৩০ জন মিলে ধর্ষণ করেছে এক তরুণীকে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ