Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নানচ্যাঙে ওয়ান্ডা সিটির উদ্বোধন

ডিজনি ল্যান্ডকে ছাড়িয়ে যাবে চীনের এই বিনোদন কেন্দ্র

প্রকাশের সময় : ২৯ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের সবচেযে বড় বেসরকারি নির্মাণ সংস্থা ওয়ান্ডা গ্রুপ দক্ষিণ-পূর্ব চীনে নির্মিত বিনোদনকেন্দ্র ওয়ান্ডা সিটি শনিবার খুলে দিয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৩শ কোটি ডলার। অন্যদিকে ৫শ ৫০ কোটি ডলারে তাদেরই নির্মিত সাংহাই থিম পার্ক উদ্বোধন করা হবে আগামী মাসে। ওয়ান্ডা সিটি নির্মিত হয়েছে চীনের দক্ষিণ-পূর্বঞ্চলীয় প্রাদেশিক রাজধানী নানচ্যাংয়ে। এখানে মূলত বিদেশি সংস্কৃতির আগ্রাসনের বিরুদ্ধে চীনা সংস্কৃতির চর্চা করা হবে। চীনের এই শীর্ষ প্রতিষ্ঠানটি চলচ্চিত্র ব্যবসায় ব্যাপক অর্থ বিনিয়োগ করে থাকে। তারা বলেছে, ওয়ান্ডা সিটি ডিজনিকে ছাড়িয়ে যাবে এবং এখানে জাতীয়তাবাদী সংস্কৃতির চর্চা হবে।
ওয়ান্ডা সিটিতে থাকবে আটশো ডলাওে নির্মিত একটি থিম পার্ক, সিনেমা হলসহ ইনডোর শপিংমল, রেস্তোরাঁ, হোটেল এবং বিশ্বেও সবচেয়ে বড় সামুদ্রিক পার্ক। এদিকে, সাংহাইয়ে বিশ্বের সবচেয়ে বড় ডিজনিল্যান্ড খুলে দেয়া হবে আগামী জুন মাসে। কনিবার উদ্বোধনের পর ওয়ান্ডার চেয়ারম্যান ও চীনা ধনকুবের ওয়াং জিয়ানলিং ডিজনি ল্যান্ডের কথা উল্লেখ না করে বলেন, চীনের জনগণ পশ্চিমা সংস্কৃতিকে অনুকম্পা দেখাবে। তিনি বলেন, চীনা সংস্কৃতি দু’হাজার বছর ধরে বিশ্বে শীর্ষে ছিল, কিন্তু গত তিনশ বছর ধরে আমাদের উন্নয়নগত সমস্যা ও বিদেশি সংস্কৃতির আগ্রাসনের কারণে আমরা আমাদের সংস্কৃতির ওপর আস্থা হারিয়ে ফেলেছি। ওয়াং বলেন, আমরা চীনা বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে একটি আদর্শ হয়ে থাকতে চাই। আমরা চীনা কোম্পানিগুলোর একটি বৈশ্বিক রূপায়নও চাই। এপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নানচ্যাঙে ওয়ান্ডা সিটির উদ্বোধন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ