Inqilab Logo

শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

৮ টি সোনার বার আত্মসাতের অভিযোগে শার্শায় পুলিশের ৩ সদস্য আটক

বেনাপোল অফিস | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ৬:৩১ পিএম

৮ টি সোনার বার আত্মসাতের অভিযোগে যশোরের শার্শা উপজেলার বাগআচড়া পুলিশ ফাঁড়ির ২ জন এএস আই ও একজন পুলিশ কনস্ট্যাবল কে আটক করেছে শার্শা থানা পুলিশ। আজ মংগলবার সকালে তাদেরকে তাদের কর্মস্থল বাগআচড়া পুলিশ ফাড়ি থেকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে এএসআই তবিবর রহমান ,এ এস আই রনজন কুমার ও কনস্টবল তুষার সরকার।
শার্শা থানার এসআই বাবুল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভারতে পাচারকালে এক সোনাপাচারকারীর কাছ থেকে ৮ টি সোনার বার আটক করে তারা। পরে কাউকে না জানিয়ে পুরো সোনার বার আত্মসাত করে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে আসলে তাদের কে আটক করা হয়। আজ বিকেলেই তাদের যশোর আদালতে প্রেরন করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ