Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবসরের পর চিত্রশিল্পী হবেন ধোনি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২১ মে, ২০১৯, ৬:২৭ পিএম

আসন্ন বিশ্বকাপের পরেই হয়ত আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অবশ্য ধোনি এ নিয়ে কোনো মন্তব্য করেননি। তবে হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ভিডিও আপলোড দিয়েছেন ‘মিস্টার কুল’। সেখানে ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট পরবর্তি জীবনের।
ভিডিওতে ধোনি বলেন, ‘আমি একটা গোপন কথা সবাইকে জানাতে চাই। ছোটবেলা থেকে আমি একজন চিত্রশিল্পী হতে চেয়েছিলাম। ক্রিকেট অনেক খেলা হয়ে গেছে, এখন সময় এসেছে কিছু ছবি আঁকার।’
তার এমন বক্তব্যে ক্রিকেটপ্রেমীরা ভাবছেন, অবসরের পর চিত্রশিল্পী হতে পারেন ধোনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন খবর এখন বেশ তরতাজা।
ভিডিওতে তিনটি ছবি দেখিয়েছেন ধোনি। প্রথম যে ছবিটি দেখান সেটি হলো- একটি ল্যান্ডস্কেপ। দ্বিতীয়টি ছিল একটি হেলিকপ্টার। দ্বিতীয় ছবিটি নিয়ে ধোনির ব্যাখ্যা দেন, ‘২০৫০ সালে মানুষের প্রতিদিনের যাতায়াতের পরিবহন হবে এটাই।’
আর তৃতীয় ছবিটিকে তার সব থেকে প্রিয় বলে ব্যাখ্যা করেন ধোনি। যেটিকে নিজের পোট্রেট বলছেন তিনি। চেন্নাই সুপার কিংসের জার্সিতে ব্যাট হাতে দাঁড়িয়ে ছবিটি একেছেন ধোনি। তিনি এটিও বলেন, ‘খুব দ্রুতই তৃতীয় ছবির প্রদর্শনীও হবে।’
২০১৪ সালে হঠাৎ করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন ধোনি। তার অধীনে সেরা সাফল্যগুলোই পেয়েছে ভারত। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপের শিরোপা, ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন ও টেস্ট ফরম্যাটে দীর্ঘদিন শীর্ষ স্থান ধরে রাখা। ৩৪১ ওয়ানডে ম্যাচে ১০,৫০০ রান করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এর মধ্যে ১০টি সেঞ্চুরি ও ৭১টি হাফ-সেঞ্চুরি রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ ক্রিকেট

১৬ জুলাই, ২০১৯
১৫ জুলাই, ২০১৯

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ